শনিবার, ২৩ মে ২০১৫

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৭

Home Page » প্রথমপাতা » সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৭
শনিবার, ২৩ মে ২০১৫



19.jpgবঙ্গনিউজ ডটকমঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সীমান্তবাজার এলাকায় যাত্রীবাহী দুটি বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের সীমান্তবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থানার ওসি হেলাল উদ্দিন খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কোণাবাড়ী এলাকায় ঢাকা থেকে বগুড়াগামী টিন বাহী একটি ট্রাকের চাকা ফেটে যায়।

এ সময় বিপরীত দিক থেকে আসা অন্তর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রায় একই সময়ে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের অন্তর পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে ছয়জন নিহত হয়। আহত হন অন্তত ৩০ জন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে আরো একজনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের নামপরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর থেকে ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৭:৫৫:২৪   ৩৯২ বার পঠিত