শনিবার, ২৩ মে ২০১৫
বাগেরহাটে হাতির পায়ে পিষ্ট হয়ে দুই নারীসহ নিহত ৩
Home Page » জাতীয় » বাগেরহাটে হাতির পায়ে পিষ্ট হয়ে দুই নারীসহ নিহত ৩বঙ্গনিউজ ডটকমঃ বাগেরহাটের মোল্লাহাটে হাতির পায়ের নিচে চাপা পড়ে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর এলাকার ইয়াসিন আলীর স্ত্রী মনোয়ারা বেগম, মোল্লাহাট উপজেলার কাহালপুর এলাকার যতীন্দ্রনাথের স্ত্রী কুসুম বিশ্বাস ও একই উপজেলার বাসাবাটি এলাকার ফুল মিয়ার ছেলে মিজানুর রহমান।
ঘাতক হাতিটি বাগেরহাট শহরের কালাম মোল্লা নামের এক ব্যক্তির বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, গোপালগঞ্জের গোনাপাড়া এলাকায় সার্কাসে খেলা দেখাতে হাতিটি নিয়ে গিয়েছিলেন দুই ব্যক্তি। সকালে টাকা সংগ্রহের জন্য বের করলে এটি ক্ষিপ্ত হয়ে যায়। পরে নদী পার হয়ে পার্শ্ববর্তী জেলা বাগেরহাটের মোল্লাহাট গ্রামে প্রবেশ করে।
এ সময় হাতিটি যাকে সামনে পেয়েছে, তাকেই পায়ের চাপা ও শুঁড় দিয়ে ধরে গাছের সঙ্গে আঘাত করে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মোহাম্মদ খায়রুল আনাম জানান, একটি সার্কাসের হাতি ক্ষিপ্ত হয়ে সীমান্তবর্তী জেলা গোপালগঞ্জ থেকে নদী পার হয়ে বাগেরহাটের মোল্লাহাটের বিভিন্ন গ্রামে প্রবেশ করে।
তিনি জানান, হাতিটির পায়ের চাপায় দুজন ঘটনাস্থলেই নিহত হন। আহত ব্যক্তিদের মধ্যে একজনকে খুলনা মেডিকেল কলেজে নেওয়ার পথে মারা যান।
বাংলাদেশ সময়: ১২:২৪:১১ ৪৫৯ বার পঠিত