শুক্রবার, ২২ মে ২০১৫
সাগরে আটকা পড়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র
Home Page » আজকের সকল পত্রিকা » সাগরে আটকা পড়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্রবঙ্গনিউজ ডটকমঃ সাগরে আটকা পড়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেয়ার লক্ষ্যে মার্কিন সামরিক বাহিনী ভুমিকা রাখবে বলে জানিয়েছেন পেন্টাগনের মুখপাত্র লে. কর্নেল জেফরে পুল।
বৃহস্পতিবার পুল বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় রোহিঙ্গা সমস্যাটিকে গুরুত্ব সহকারে নিয়েছে। তারা এ ব্যাপারে স্থানীয় অংশীদারদের সহায়তা করতে চায়।
বিশ্লেষকেরা মনে করছেন, এটা এই সঙ্কটে প্রত্যক্ষ যুক্তরাষ্ট্রের সামরিক ভূমিকার ইঙ্গিত। যুক্তরাষ্ট্র সরকার সাগরে ভাসতে থাকা রোহিঙ্গা ও বাংলাদেশীদের অনুসন্ধান ও উদ্ধারে কাজ করবে।
এদিকে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের ২৩ জন আইনপ্রণেতা সাগর যাতে রোহিঙ্গাদের বধ্যভূমিতে পরিণত না হয়, তা নিশ্চিত করতে ওবামা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:০৫:০২ ৩৭৪ বার পঠিত