বৃহস্পতিবার, ২১ মে ২০১৫

বাংলাদেশ সফরে পূর্ণ শক্তির ভারত

Home Page » ক্রিকেট » বাংলাদেশ সফরে পূর্ণ শক্তির ভারত
বৃহস্পতিবার, ২১ মে ২০১৫



image_1196_181088.jpgবঙ্গনিউজ ডটকমঃ ভারতীয় ক্রিকেট দল -ফাইল ছবিশেষপর্যন্ত অভিজ্ঞ কোনো ক্রিকেটারকেই বিশ্রাম দেয়া হয়নি; বাংলাদেশ সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজের জন্য পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে ভারত।

 

প্রথমে শোনা গিয়েছিল, টানা ক্রিকেট সূচিতে ক্লান্ত থাকায় বিরাট কোহলিসহ ভারতের সিনিয়র কয়েকজন খেলোয়াড় সফর থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। তাদের ছুটি মঞ্জুর হয়ে গেছে, দেশটির কয়েকটি গণমাধ্যমে এমন প্রতিবেদনও এসেছিল। কেউবা আবার আগ বাড়িয়ে লিখে দিয়েছিলেন, বাদ পড়া যুবরাজ-শেবাগদের নিয়েই গড়া হচ্ছে দল। শেষপর্যন্ত সব জল্পনায় জল ঢেলে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

আগের দিনই অবশ্য ভারতীয় দলের প্রধান নির্বাচক সন্দীপ পাতিল ইঙ্গিত দিয়ে রেখেছিলেন- ছুটি পাচ্ছেন না কেউই। তবু শোনা যাচ্ছিল, কোহলি সফরে এলেও একমাত্র টেস্টটি খেলে দেশে ফিরে যাবেন, অংশ নেবেন না ওয়ানডে সিরিজে। কিন্তু এসব কিছু হয়নি। ভারতীয় ব্যাটিং সেনসেশন থাকছেন পুরো সফরেই। সঙ্গে সিনিয়র ও গুরুত্বপূর্ণ সব খেলোয়াড়। টাইগার ক্রিকেটের উন্নতিটা তাহলে নাড়া দিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদেরও! বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার মাটিতে যে দলটি অংশ নিয়েছিল সেটি নিয়েই বাংলাদেশে আসছে ভারত। তবে একটি পরিবর্তন অবশ্যম্ভাবীই ছিল, অবসর নেয়ায় স্বভাবতই এবার টেস্ট দলে নেই মহেন্দ্র সিং ধোনির নাম। অস্ট্রেলিয়া সফরে চোটের কারণে প্রথম টেস্টটি খেলতে পারেননি তিনি। তৃতীয় টেস্টের আগে তো চমক জাগিয়ে ঘোষণা দিয়ে দেন অবসরেরই। ধোনির পরিবর্তে বাংলাদেশের বিপক্ষে টেস্টে উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন ‘বাঙ্গালিবাবু’ ঋদ্ধিমান সাহা। আর অধিনায়কের দায়িত্বে যথারীতি থাকবেন বিরাট কোহলি।

১৫ সদস্যের টেস্ট দলে তাই পরিচিত সব মুখই থাকছে। তবে একমাত্র চমক বলতে দীর্ঘদিন পর বর্ষীয়ান অফস্পিনার হরভজন সিংয়ের ফেরাটা। কোহলি-ধোনিদের সরে যাওয়ার খবর ছড়ানোর সময়ই আরেকটি খবরও চাউর হয়েছিল, বাংলাদেশ সফরে নাকি বিদায় নেয়ার সুযোগ করে দেয়া হবে বাদ পড়া চার ক্রিকেটার-যুবরাজ সিং, বিরেন্দ্রর শেবাগ, জহির খান ও হরভজন সিংকে। শেষপর্যন্ত যুবরাজ-শেবাগদের ভাগ্য না খুললেও স্বপ্নপূরণ হয়েছে হরভজনের। সর্বশেষ অস্ট্রেলিয়া সফরের টেস্ট দল থেকে বাদ পড়েছেন কেবল অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা।

আইপিএলের চলতি মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১৪ ম্যাচে ১৬ উইকেট পেলেও প্রথম শ্রেণির ক্রিকেটে খুব একটা ভালো ফর্মে ছিলেন না হরভজন। রঞ্জি ট্রফিতে সর্বশেষ মৌসুমে ৩ ম্যাচ খেলে নিয়েছেন মাত্র ৬ উইকেট। তবে ভারতীয় দলের নির্বাচক কমিটির প্রধান সন্দিপ পাতিল জানিয়েছেন, মূলত বাংলাদেশ দলে বাঁহাতি ব্যাটসম্যানের আধিক্যের কথা মাথায় রেখেই দ্বিতীয় একজন অফস্পিনারকে ডাকা হয়েছে দলে।

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ১৫ সদস্যের যে ওয়ানডে দলটি আসছে সেটিও পূর্ণ শক্তিরই। সর্বশেষ সিরিজের দলে একমাত্র পরিবর্তন মোহাম্মদ শামির না থাকা। চোটের কারণে চলতি আইপিএলেও খেলতে পারেননি ডানহাতি এই পেসার। তার পরিবর্তে বাংলাদেশ সফরের ওয়ানডে দলে ডাক পেয়েছেন মুম্বাইয়ের পেসার ধাওয়াল কুলকার্নি। টেস্ট থেকে বাদ পড়লেও ওয়ানডেতে জায়গা ধরে রেখেছেন অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা।

একটি টেস্ট ও ৩টি ওয়ানডে খেলতে ৭ জুন বাংলাদেশে পা রাখার কথা ভারতের। ১০ জুন ফতুল্লায় শুরু হবে সিরিজের একমাত্র টেস্টটি। এরপর মিরপুরে সিরিজের তিনটি ওয়ানডে হবে ১৮, ২১ এবং ২৪ জুন। ওয়ানডে ম্যাচগুলোর জন্য থাকছে রিজার্ভ ডে। সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির।

টেস্ট দল : বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, শেখর ধাওয়ান, লুকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, কর্ন শর্মা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, বরুণ অ্যারন এবং ইশান্ত শর্মা।

ওয়ানডে দল : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে, শেখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, মোহিত শর্মা, স্টুয়ার্ট বিনি এবং ধাওয়াল কুলকার্নি।

বাংলাদেশ সময়: ১২:১৯:১০   ৩৯৯ বার পঠিত