মঙ্গলবার, ১৯ মে ২০১৫
আগামী ২ জুন পবিত্র শবেবরাত
Home Page » আজকের সকল পত্রিকা » আগামী ২ জুন পবিত্র শবেবরাতবিশেষ প্রতিবেদকঃ১৪৩৬ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। এ হিসেবে আগামী ২ জুন মঙ্গলবার পবিত্র শবেবরাত পালন করা হবে। মঙ্গলবার সন্ধ্যায় শাবান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার নিমিত্তে জাতীয় চাঁদ দেখা কমিটির কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এ সভা অনুষ্ঠিত হয়।
ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান এতে সভাপতিত্ব করেন।ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম এসব তথ্য নিশ্চিত করেছেন। ফার্সি ‘শব’ শব্দটির অর্থ রাত, আর ‘বরাত’ শব্দের অর্থ ভাগ্য। বিশেষ এ রাতে মহান আল্লাহ তায়ালা আগামী এক বছরের জন্য মানুষের রিজিক, জন্ম-মৃত্যু ইত্যাদি বিষয় নির্ধারণসহ তার সৃষ্ট জীবের ওপর অসীম রহমত নাজিল করে থাকেন বলে এ রাতকে শবেবরাত বা ভাগ্যরজনী বলা হয়। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে শবেবরাত সৌভাগ্যের রজনী হিসেবে পরিচিত।
বাংলাদেশ সময়: ২৩:০০:১৯ ৩৯৩ বার পঠিত