মঙ্গলবার, ১৯ মে ২০১৫
সাইফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
Home Page » এক্সক্লুসিভ » সাইফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগবঙ্গনিউজ ডটকমঃ// গত বেশ কিছুদিন ধরেই বলিউড তারকা সাইফ আলী খানের সময়টা ভাল যাচ্ছে না। ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে খুব ঝামেলায় আছেন তিনি। এমন অবস্থার মধ্যেই এবার তার বিরুদ্ধে উঠেছে অর্থ আত্মসাতের অভিযোগ। সেটা আবার অল্প-স্বল্প নয়, দুই কোটি রুপি। তার বিরুদ্ধে অ্যাসোসিয়েশন অব মোশন পিকচার্স অ্যান্ড টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস বরাবর অভিযোগ দিয়েছে নির্মাতা, অভিনেতা ও প্লেব্যাক গায়ক ফারহান আখতারের চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট। সাইফের বিরুদ্ধে অভিযোগ, ‘তালাশ’ ছবির পরিচালক রীমা কাগতির পরিচালনায় নতুন একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন সাইফ। এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিতব্য এ ছবিটিতে অভিনয়ের জন্য আগাম পারিশ্রমিক হিসেবে দুই কোটি রুপিও নিয়েছিলেন তিনি। কিন্তু পরে ছবিটিতে অভিনয় না করার সিদ্ধান্ত নিলেও এখন পর্যন্ত দুই কোটি রুপি ফেরত দেননি সাইফ। অথচ ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ‘দিল চাহতা হ্যায়’ ছবির মাধ্যমে বলিউডে দ্বিতীয় ইনিংস শুরু হয়েছিল সাইফের। ২০০১ সালে মুক্তি পাওয়া ছবিটির ব্যাপক সাফল্যের পর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। বলিউডের প্রযোজকদের কাছে অন্যতম চাহিদাসম্পন্ন তারকায় পরিণত হন তিনি। পরবর্তী সময়ে সাইফ উপহার দেন ‘কাল হো না হো’, ‘হাম তুম’, ‘পরিণীতা’, ‘সালাম নমস্তে’, ‘ওমকারা’, ‘রেস’, ‘তাসান’, ‘লাভ আজকাল’, ‘ককটেল’, ‘রেস ২’সহ বেশ কয়েকটি হিট ছবি। ২০১৩ সালে মুক্তি পায় সাইফ প্রযোজিত ও অভিনীত কমেডিধর্মী ছবি ‘গো গোয়া গান’। কিন্তু বক্স অফিসে আশানুরূপ সাড়া ফেলতে ব্যর্থ হয় ছবিটি। একই বছর সাইফ অভিনীত ‘বুলেট রাজা’ ছবিটিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এ ছাড়া গত বছর মুক্তি পাওয়া এ অভিনেতার ‘হামসকলস’ ছবিরও বক্স অফিসে ভরাডুবি ঘটে। এসবের পাশাপাশি তার পৈত্রিক সম্পত্তি হাতছাড়া হয়ে যাওয়া বিষয়ক জটিলতাতো রয়েছেই। আর এসবের মধ্যে নতুন করে যোগ হলো অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত হওয়া।
বাংলাদেশ সময়: ২০:৪২:৩২ ৩৭৪ বার পঠিত