মঙ্গলবার, ৫ মার্চ ২০১৩
অনির্বাণ-ফাতেমা হক মুক্তা
Home Page » সাহিত্য » অনির্বাণ-ফাতেমা হক মুক্তাএবারের বর্ষার প্রথম দিনে তুমি আমাকে দাওনি একটিও কদম ফুল।
দাওনি শরতে শিউলী মালা ।
এই বসন্তেও দাওনি একটিও হলুদ গাঁদার মালা ।অনির্বাণ,
আমি প্রতিটা প্রহরেই অপেক্ষায় ছিলাম ।
প্রতিক্ষায় ছিলাম তুমি আসবে আম ফুলের গয়না নিয়ে ।
পদ্ম দীঘির উত্তর ঘাটে দুজন মুখোমুখি বসে,
চাঁদনী রাতে আমায় পরিয়ে দেবে ।
আমার হাত দুটি ধরে বলবে, ভালোবাসি তোমাকে অনেক বেশি।
বাংলাদেশ সময়: ১৫:০৫:২৯ ৬০৪ বার পঠিত