সোমবার, ১৮ মে ২০১৫
তিন মেয়ের খুনি বাবা গ্রেপ্তার
Home Page » আজকের সকল পত্রিকা » তিন মেয়ের খুনি বাবা গ্রেপ্তারবঙ্গনিউজ ডটকমঃ কক্সবাজারের চকরিয়ায় তিন মেয়েকে জবাই করে হত্যার ঘটনার তিন দিন পর তাদের পলাতক বাবাকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকাল ১০টার দিকে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন মোড় থেকে আব্দুল গণি (৩৮) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান।
তিনি বলেন, “দিনমজুর আব্দুল গণিকে চট্টগ্রাম থেকে চকরিয়া থানায় নিয়ে আসা হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি।”
কক্সবাজারের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে গনি বলেছে, স্ত্রীর সঙ্গে মামাতো ভাইয়ের পরকীয়া প্রেমের সম্পর্কের কারণে রাগে-ক্ষোভে সে এ ঘটনা ঘটিয়েছে।”
গত ১৪ মে গভীর রাতে চকরিয়ার বদরখালী ইউনিয়নের পূর্ব পুকুরিয়া গ্রামে নিজের বাসায় তিন মেয়েকে জবাই করে হত্যা করে পালিয়ে যান আব্দুল গণি।
পরদিন ভোরের দিকে পুলিশ দেড় বছরের শারাবন তহুরা, আট বছর বয়সী নূরী জান্নাত শিউলী ও দশ বছরের আয়েশা সিদ্দিকার লাশ উদ্ধার করে।ঘটনার সময় গণির স্ত্রী ফাতেমা বেগম (৩৫) তার বাবার বাড়িতে ছিলেন।
তিন মেয়েকে হত্যার পর আব্দুল গণি রাত সাড়ে ৩টার দিকে ফাতেমার ভাই আজগর আলীকে ফোন করে বলেন, ফাতেমা যেন বাসায় এসে মেয়েদের দেখে যায়।
ভোরের দিকে ফাতেমা তার ভাইকে নিয়ে স্বামীর বাড়িতে এসে ঘরের মধ্যে তিন মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
বাংলাদেশ সময়: ১৫:৩৮:৩০ ৩২৩ বার পঠিত