মঙ্গলবার, ১২ মে ২০১৫
চট্টগ্রামে তিন মানবপাচারকারী আটক
Home Page » আজকের সকল পত্রিকা » চট্টগ্রামে তিন মানবপাচারকারী আটকবঙ্গনিউজ ডটকমঃ চট্টগ্রামের হালিশহর থেকে ৩৩টি পাসপোর্টসহ তিন সন্দেহভাজন মানবপাচারকারীকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আটক আলী আকবর (৩৯), বাহার উদ্দিন (২৮) ও মো. শাহ বায়েজিদ উল্লাহ (২২) ফেনী জেলার সোনাগাজির মঙ্গলকান্তির বাসিন্দা।
সোমবার রাতে হালিশহরের বড়পোল মোড় এলাকার এমডিসি টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে আটকের পর তাদের হালিশহর থানায় হস্তান্তর করা হয় বলে সিআইডির এসপি মো. মুসলেম জানান।
তিনি বলেন, “তাদের কাছ থেকে মোট ৩৩টি পাসপোর্ট জব্দ করা হয়েছে।এসব পাসপোর্টে কিছু জাল ভিসাও রয়েছে। লিবিয়ায় মানব পাচারের সঙ্গে তারা জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।”
গত সপ্তাহে থাইল্যান্ডে মানবপাচারকারীদের একটি বন্দি শিবিরে গণকবর থেকে ২৬ জনের দেহাবশেষ উদ্ধার করার পর থাই, মালয়েশীয় ও ইন্দোনেশীয় পুলিশের মতো বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীও পাচারকারী চক্রের বিরুদ্ধে তৎপরতা জোরদার করেছে।
এরই মধ্যে কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে সন্দেহভাজন কয়েকজন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে গত এক সপ্তাহে।এছাড়া গত পাঁচ দিনে কক্সবাজারে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন পাঁচ সন্দেহভাজন মানবপাচারকারী।
বাংলাদেশ সময়: ১৫:৪৬:০৬ ৪১১ বার পঠিত