মঙ্গলবার, ১২ মে ২০১৫
কলমাকান্দায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে গ্লোবাল উইক অব অ্যাকশন পালিত
Home Page » আজকের সকল পত্রিকা » কলমাকান্দায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে গ্লোবাল উইক অব অ্যাকশন পালিতকলমাকান্দা(নেত্রকোণা)প্রতিনিধিঃএক সাথে আমরা প্রতিরোধযোগ্য শিশু মৃত্যু নির্মূল করতে পারি-এই লক্ষকে সামনে রেখে এবং কিছুতেই থামবো না (ঝঃড়ঢ় অঃ ঘড়ঃযরহম) প্রতিপাদ্য করে নেত্রকোণা জেলার কলমাকান্দায় নাজিরপুর ও কলমাকান্দা এডিপির আয়োজনে সপ্তাহ ব্যাপী গ্লোবাল উইক অব অ্যাকশন পালিত হয়েছে। প্রতিরোধযোগ্য রোগে পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যু নির্মূল করাই এই কার্যক্রমের উদ্দেশ্য। এ উপলক্ষ্যে কলমাকান্দা এডিপি সপ্তাহ ব্যাপী সচেতনতা বৃদ্ধি কল্পে জারি গান, পথ সভা ও কলমাকান্দা কেন্দ্রীয় শহীদ মিনারে বিশাল মানববন্ধন করেছে। মানববন্ধনে নেতৃত্ব দেন এডিপি ম্যানেজার এন্ড্রু অরূপ দাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শাহ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুজ্জামান খোকন, কলি আক্তার, মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান গিয়াস উদ্দিন, প্রেসক্লাব সম্পাদক ফখরুল আলম খসরু, মানবাধিকার কর্মকর্তা জাফর উল্লাহ, কলমাকান্দা এডিপির স্বাস্থ্য কর্মকর্তা সাইদুল ইসলাম প্রমুখ। অপরদিকে নাজিরপুর এডিপি ম্যানেজার বেঞ্জামিন মারাকের সভাপতিত্বে বালুচড়া পবিত্র হৃদয় উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক আলোচনা সভয় প্রধান অতিথির বক্ত্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ ফখরুল রইসলাম ফিরোজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোজাম্মেল হক ও পরিবার পরিকল্পনা অফিসার মশিউর রহমান।
বাংলাদেশ সময়: ১৫:০৩:১৬ ৯৪৩ বার পঠিত