সোমবার, ১১ মে ২০১৫

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি

Home Page » আজকের সকল পত্রিকা » রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি
সোমবার, ১১ মে ২০১৫



78.jpgডেস্ক রিপোর্টঃকালবৈশাখী ঝড়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। বৈশাখের শেষ সময়ের এই ঝড়ে ঘর-বাড়ি, গাছ-পালা ও ফসলের মাঠ লন্ডভন্ড করে দিয়ে গেছে। আজ সোমবার সকালের দিকে দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া এই ঝড় প্রায় আধা ঘন্টারও অধিক সময় স্থায়ী ছিল।পাবনা:
আজ সোমবার সকালে আঘাত হানা কাল বৈশাখী ঝড়ে পাবনা সদর, আটঘরিয়া ও আতাইকুলা থানার উঠতি ফসল, আমবাগান, লিচু বাগান ও ঘরবাড়ি ভেঙ্গে লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়ের সময় বজ্রপাতে আতাইকুলা থানার গোঁসাইপাড়া গ্রামের আব্দুল আওয়ালের স্ত্রী চামেলী খাতুন (২৫) গুরুতর আহত হয়েছেন।
সদর উপজেলার গয়েসপুর গ্রামের মিজানুর রহমান জানান, ঝড়ে সদর থানার গয়েশপুর, হামিদপুর, জোয়ারদহ, চকউগ্রগড়, জয়কৃষ্ণপুর, মৌগ্রাম, আটঘরিয়া থানার চৌকিবাড়ী, গোপালপুর, ত্রিমোহন, একদন্ড, পরানপুর হিদাশকোলসহ বেশ কয়েকটি গ্রামের ঘরবাড়ি, উঠতি পাকা ধান, লিচু ও আম গাছ নষ্ট হয়েছে।
আটঘোরিয়ার লিচু বাগানের মালিক আব্দুস সোবহান জানান, ঝড়ে তার বাগানের সব গাছ ভেঙ্গে পড়ায় প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মানিকগঞ্জ:
সকালের দিকে জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ফসল, আম, লিচু গাছ ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে সদর থানার বেউথা, পশ্চিম দাশড়া, নয়াকান্দি, বান্দুটিয়া, সেউতা, ঘিওর উপজেলার বালিয়াখোড়া, বানিয়াজুরী, করচাবাঁধা, সিংগাইর উপজেলার চারিগ্রাম, কাংশাসহ বেশ কয়েকটি গ্রামের ঘরবাড়ি, উঠতি পাকা ধান, লিচু ও আম গাছ ভেঙে গেছে। ঝড়ে অনেক স্থানে বৈদ্যুতিক তার ও খুঁটি ভেঙে ও হেলে পড়ে বিপদজনক অবস্থায় রয়েছে।
এ ছাড়াও শহরের বেউথাঘাট এলাকায় অবস্থিত মানিকগঞ্জ কালেক্টরেট পাবলিক স্কুল ভবনের টিনসেট ছাদ উড়ে গেছে। ৬টি উপজেলার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস স্কুলসহ আশপাশের এলাকা পরিদর্শন করেছেন।
পশ্চিম দাশড়া এলাকার ক্ষতিগ্রস্ত মারিয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক মো. নুরুজ্জামান জানান, কালবৈশাখী ঝড়ে তার দোকানটি সম্পূর্ণ উড়ে বিদ্যুতের খুটির সাথে জড়িয়ে আছে। তার দোকানসহ তাদের এলাকায় ৫০ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।
ভোলা:
আজ সোমবার সকালে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের কারণে উত্তাল মেঘনার ঢেউয়ের তোরে ভোলার ইলিশা ফেরিঘাটের পন্টুন ও র‌্যাম ছিড়ে গেছে। ফলে ভোলা-লক্ষিপুর রুটের ফেরি চলাচল বন্ধ রয়েছে।
এ ব্যাপারে বিআইডাব্লিউটিসির ঘাট ম্যানেজার মো. আবুর আলম জানান, কতৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে, দ্রুত মেরামতের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৯:৪১:০০   ৫৩৫ বার পঠিত