মঙ্গলবার, ২১ মে ২০১৩

১১০ কোটি ডলারে টাম্বলারকে কিনে নিচ্ছে ইয়াহু

Home Page » এক্সক্লুসিভ » ১১০ কোটি ডলারে টাম্বলারকে কিনে নিচ্ছে ইয়াহু
মঙ্গলবার, ২১ মে ২০১৩



image_42129.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ সামাজিক যোগাযোগের এবং বিশেষ করে মাইক্রোব্লগিং সাইট হিসেবে টাম্বলার বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়। ১০ কোটিরও বেশি মানুষ ব্যবহার করে থাকে এই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটি। তবে ২০০৭ সালে যাত্রা শুরু করা এই মাইক্রোব্লগিং সাইট বিক্রি হয়ে যাচ্ছে আরেক অনলাইন জায়ান্ট ইয়াহু’র কাছে। শতাধিক কোটি মার্কিন ডলারে টাম্বলারকে কিনে নিচ্ছে ইয়াহু। সম্প্রতি এই বিষয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। ইয়াহু’র প্রধান নির্বাহী মারিসা মেয়ার এই তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি জানিয়েছেন, টাম্বলারের গতি যাতে অব্যাহত থাকে, সে কারণে আপাতত স্বাধীনভাবেই কাজ করে যাবে টাম্বলার। টাম্বলারের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী ডেভিড কার্প-ও সিইও হিসেবে দায়িত্ব পালন করতে থাকবেন। গত বছরে গুগল থেকে ইয়াহু’র প্রধান নির্বাহী হিসেবে যোগ দেওয়ার পর থেকে এটাই মারিসা মেয়ারের সবচেয়ে খরুচে সিদ্ধান্ত। তবে টাম্বলার কিনে নেওয়ার সিদ্ধান্তকে তিনি ‘অনন্য সুযোগ’ বলেই অভিহিত করেছেন। তিনি বলেন, ‘ইয়াহু এবং টাম্বলারের পথ চলায় যেমন অনেক পার্থক্য রয়েছে, তেমনি অনেক সাদৃশ্যও রয়েছে। কাজেই একে কিনে নেওয়া আমাদের জন্য বড় একটি অর্জন হয়ে থাকবে বলেই আশা করছি।’ এদিকে ইয়াহু’র সাথে চুক্তিতে খুশি ডেভিড কার্প-ও। তিনি বলেন, ‘ইয়াহু থেকে আমরা যে সমর্থন পাবো, তা আমাদের আরও গতিশীল এবং উন্নত করবে।’ ইয়াহু একে কিনে নিলেও এর পেছনে যারা কাজ করছে, তাদের কোনো পরিবর্তন হবে না বলেই জানান তিনি। উল্লেখ্য, ব্লগিংকে লক্ষ্য করে টাম্বলার যাত্রা শুরু করলেও সময়ের সাথে সাথে এতে সামাজিক যোগাযোগের সুবিধা যুক্ত হয়। বর্তমানে সারা বিশ্বে এর নিবন্ধিত গ্রাহকসংখ্যা ১০৮ মিলিয়নেরও বেশি। মোবাইল ডিভাইস থেকে টাম্বলারের ব্যবহার কম নয়। তবে গ্রাহকদের কাছে জনপ্রিয় হলেও বিজ্ঞাপন এড়িয়ে যাওয়ার কারণে আর্থিকভাবে এটি লাভবান হয়ে উঠতে পারেনি।

বাংলাদেশ সময়: ১২:২৯:১৮   ৫২১ বার পঠিত