বুধবার, ৬ মে ২০১৫
পাঁচ বছরের জন্য সালমানের কারাদন্ড
Home Page » এক্সক্লুসিভ » পাঁচ বছরের জন্য সালমানের কারাদন্ডখোকন-বিনোদন ডেস্ক: ‘হিট অ্যান্ড রান’ মামলায় দোষী প্রমাণিত হয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। ৬ মে আদালত এ অভিনেতাকে দোষী সাব্যস্ত করেন। পরে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। বুধবার দুপুর ২টায় আদালত সালমানকে পাঁচ বছরের কারাদণ্ড দেন।
ইন্ডিয়ান পেনাল কোড ৩০৪ (২) ধারায় আদালত তাকে এ সাজা দিয়েছেন।এর আগে সালমানের আইনজীবী সালমানের হার্টের সমস্যা রয়েছে বলে আদালতে মেডিক্যাল রিপোর্ট পেশ করেন। এবং অন্য মানবিক বিষয়গুলো বিবেচনা করে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড এবং জরিমানা করার আবেদন করেছিলেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী সালমানের ১০ বছরের কারাদণ্ড দাবি করেছিলেন।
এ মামলার বিচারক ডি ওয়াই দেশপান্ডে সকালে আদালতে যুক্তিতর্ক শেষে সালমানের উদ্দেশে বলেন, ‘আপনি মদ্যপ ছিলেন এবং সে সময় আপনার গাড়িচালক নয়, আপনিই গাড়ি চালাচ্ছিলেন। আপনি দোষী প্রমাণিত হয়েছেন।’
এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা সালমান কোনো উত্তর না দিয়ে চুপ থাকেন। পরে ২০০২ সালে সালমানের বিরুদ্ধে সকল মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়।
এদিকে গত ২২ এপ্রিল এ মামলা নিয়ে দুই পক্ষের যুক্তি উপস্থাপনের পর আদালত এ মামলার রায় ঘোষণার সিদ্ধান্ত নেন এবং রায়ের দিন ৬ মে ধার্য করেছিলেন। গত ২৭ মার্চ নিজের সপক্ষে জবানবন্দি দিয়েছিলেন সালমান। তিনি বলেছিলেন, সেদিন গাড়িটি তিনি নয় বরং তার গাড়িচালক চালাচ্ছিলেন। পরবর্তী সময়ে বিষয়টি স্বীকারও করেছেন তার গাড়িচালক অশোক সিং। তারপর এ মামলার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হয়। এরপর মামলার বিচারক ডি ওয়াই দেশপান্ডে রায়ের দিন ধার্য করেন।
সালমানের বিরুদ্ধে নারকীয় হত্যার (৩০৪ ধারা) পাশাপাশি বেপরোয়া গাড়ি চালিয়ে মানুষ হত্যা (২৭৯ ধারা), ব্যক্তিকে আঘাত (৩৩৭ ধারা) এবং সম্পত্তি নষ্ট (৪২৭ ধারা) বিষয়ে মামলা করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে লাইসেন্স বিহীন গাড়ি চালানোর অভিযোগও করা হয়।
২০০২ সালের ২৮ সেপ্টেম্বর সালমানের গাড়ি মুম্বাইয়ের বান্দ্রায় বেকারিতে ধাক্কা মারে। ওই সময় বেকারির বাইরে ঘুমিয়ে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়। আহত হন চারজন।
বাংলাদেশ সময়: ১৪:৪৯:২৭ ৩৪২ বার পঠিত