মঙ্গলবার, ৫ মে ২০১৫

এবার ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড

Home Page » আজকের সকল পত্রিকা » এবার ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড
মঙ্গলবার, ৫ মে ২০১৫



bongo-news.jpgবিশেষ প্রতিবেদকঃনেপাল ও ভারতের পর এবার নিউজিল্যান্ড। প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ডের ওয়াঙ্কা ও কুইন্সল্যান্ড শহর। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬। কম্পনের গভীরতায় যথেষ্ট প্রাবল্য থাকলেও ক্ষয়ক্ষতির কোন খবর এখনও পর্যন্ত নেই।কাল সোমবার স্থানীয় সময় ২টা বেজে ২৯ মিনিটে কেঁপে ওঠে নিউজিল্যান্ডের বিস্তীর্ণ অঞ্চল। কয়েক সেকেন্ড ধরে কাঁপতে থাকে বহুতলগুলি। কম্পনের ভয়ে রাস্তায় নেমে আসেন স্থানীয় মানুষ। ভূমিকম্পের উৎ‌সস্থল ছিল ওয়াঙ্কা শহরের ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, ভূস্তর থেকে ৫ কিলোমিটার গভীরে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, স্মরণকালের মধ্যে এত বড় ভূমিকম্প হয়েছে বলে মনে পড়ে না।
ভূমিকম্পের আফটারশক অনুভূত হয় প্রথম কম্পনের ঠিক ১০ মিনিট পরে। দ্বিতীয় কম্পনের উৎ‌সস্থল ছিল ওয়াঙ্কা শহরের ২০ কিলোমিটার পশ্চিমে, ভূমি থেকে ১১ কিলোমিটার গভীরে। দ্বিতীয় ভূমিকম্পটির তীব্রতা ছিল ৩.৪।
এ ব্যাপারে জিওনেটের তরফ থেকে জানানো হয়েছে, ভূমিকম্পের তীব্রতা প্রবল হলেও, কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১১:৫৬:৩৫   ৩১২ বার পঠিত