সোমবার, ৪ মে ২০১৫

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় কোম্পানিঃ আইনের খসড়া অনুমোদন

Home Page » প্রথমপাতা » পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় কোম্পানিঃ আইনের খসড়া অনুমোদন
সোমবার, ৪ মে ২০১৫



14.jpgবঙ্গনিউজ ডটকমঃ রূপপুরে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় কোম্পানি গঠনের জন্য আইনের খসড়া অনুমোদন করেছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আইন ২০১৫’ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

সেই সঙ্গে ‘নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি অব বাংলাদেশ’ নামে একটি কোম্পানি গঠনের প্রস্তাবেও সায় দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা থাকবে বাংলাদেশ আনবিক শক্তি কমিশনের হাতে। আর কেন্দ্রটি পরিচালনার দায়িত্ব পাবে ‘নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি অব বাংলাদেশ’।

এ বিষয়টিকে আইনি ভিত্তি দিতেই বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নতুন এই আইন করার প্রস্তাব নিয়ে আসে বলে জানান সচিব।

বাংলাদেশ সময়: ১৪:২১:৪৩   ৩৬৬ বার পঠিত