সোমবার, ৪ মে ২০১৫
আশুলিয়ায় তৈরি পোশাক কারখানা শ্রমিকদের মানববন্ধন
Home Page » জাতীয় » আশুলিয়ায় তৈরি পোশাক কারখানা শ্রমিকদের মানববন্ধনবঙ্গনিউজ ডটকমঃ বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে সাভারের আশুলিয়ায় মানববন্ধন করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
সোমবার (০৪ মে) সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করেন শ্রমিকরা।
জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের উদ্যোগে মুন্সীপাড়া এলাকার ‘বিনাকো ফ্যাশন নিটওয়্যার’ নামক কারখানার শ্রমিকরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধন থেকে শ্রমিকরা এ সময় মালিকপক্ষকে অবিলম্বে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবি জানান। অন্যথায় সব শ্রমিকদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।
শ্রমিক বিক্ষোভের মুখে গত ২১ এপ্রিল আশুলিয়ার মুন্সীপাড়া এলাকার কারখানাটি শ্রমিকদের দু’মাসের বকেয়া বেতন না দিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন মালিকপক্ষ।
এ বিষয়ে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১৩:০৩:৫১ ৩৫৪ বার পঠিত