সোমবার, ৪ মে ২০১৫

দরিদ্র জনগোষ্ঠীর কাছে আর্থিক খাতের সুবিধা পৌঁছে দেয়ার আহ্বান গভর্নরের

Home Page » অর্থ ও বানিজ্য » দরিদ্র জনগোষ্ঠীর কাছে আর্থিক খাতের সুবিধা পৌঁছে দেয়ার আহ্বান গভর্নরের
সোমবার, ৪ মে ২০১৫



44.jpgবঙ্গনিউজ ডটকমঃ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান দেশের চলমান আর্থিক খাতের সেবাগুলো থেকে সমাজের দরিদ্র জনগোষ্ঠী যাতে অধিকতর সুবিধা পেতে পারে, সে লক্ষ্যে ওইসব সেবা তাদের কাছে পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
গতকাল বাংলাদেশ ব্যাংকের এক বিবৃতিতে এ কথা বলা হয়।
২০০৯ সালের ৩ মে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে তার প্রথম কার্যদিবসের উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা জনগণের জন্য আরো কাজ করতে চাই, বিশেষত দরিদ্র মানুষদের জন্য। ভবিষ্যতে বিভিন্ন আর্থিক কর্মসূচিতে তাদের অন্তর্ভুক্ত করতে চাই।
উল্লেখ্য, এ সময়ে দায়িত্ব পালনকালে তিনি জনবান্ধব, বিশেষত, দরিদ্রবান্ধব বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে বিভিন্ন সেবাকে জনগণের কাছে আরো সহজে পৌঁছে দেয়ার পদক্ষেপ গ্রহণ করেছেন। আর্থিক লেনদেন আগের যে কোন সময়ের তুলনায় সহজ হয়েছে- কমেছে ভোগান্তি। গ্রহণ করা হয়েছে বাস্তবসম্মত ও টেকসই আর্থিক ও মুদ্রা নীতি।
পাশাপাশি, তিনি ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের মাধ্যমে বিভিন্ন আর্থিক অনিয়ম খুঁজে বের করা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ, মানি লন্ড্যারিং ও সন্ত্রাসের অর্থায়ন বন্ধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১২:১০:২০   ৩৫০ বার পঠিত