রবিবার, ৩ মে ২০১৫

বক্সিং দুনিয়ার শ্রেষ্ঠ লড়াইয়ে জয়ীঃ ফ্লয়েড মেওয়েদার

Home Page » খেলা » বক্সিং দুনিয়ার শ্রেষ্ঠ লড়াইয়ে জয়ীঃ ফ্লয়েড মেওয়েদার
রবিবার, ৩ মে ২০১৫



23.jpgবঙ্গনিউজ ডটকমঃ বক্সিং দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ লড়াইয়ে ফিলিপিনো ম্যানি প্যাকিয়াওকে হারিয়ে জয়ী হয়েছেন মার্কিন বক্সার ফ্লয়েড মেওয়েদার। তবে উভয়ই ছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন। ১০ বারের মতো বিশ্ব টাইটেল জয়ের কৃতিত্ব রয়েছে তাদের।
কিন্তু কখনোই এই দুই বক্সিং তারকা একসঙ্গে লড়াইয়ের মুখোমুখি হয়নি। অবশেষে কয়েক বছরের বির্তক ও আলোচনার পর একসঙ্গে মাঠে নেমে নিজের কৃতিত্ব তুলে ধরেন মেওয়েদার।
যুক্তরাষ্ট্রের লঞ্জ এঞ্জেলসের এমসিজি গ্রান্ড গার্ডেন এরিনার মুখোমুখি হন বিশ্বখ্যাত দুই চ্যাম্পিয়ন।

ঐতিহাসিক এই লড়াইয়ে প্রফেশনাল অপারজয়ের রেকর্ড ধরে রেখেছেন আমেরিকার বক্সার ফ্লয়েড মেওয়েদার জুনিয়র (৩৮) ৫০ মিনিটের ম্যাচে ১২ রাউন্ড শেষে ১১৮-১১০, ১১৬-১১২ এবং ১১৬-১১২ পয়েন্টে জয় পান তিনি।
শতাব্দীর শ্রেষ্ঠ বক্সিং ম্যাচের খেতাব পাওয়া এই লড়াইয়ের বিজয়ী পেয়েছেন ৪০ কোটি ডলার। প্রফেশনাল ক্যারিয়ারে হারে স্বাদ না পাওয়ায় মেওয়েদার তার আয়ের ২০ কোটি ডলার পেয়েছেন।
অপরদিকে ফিলিপাইনের সংসদ সদস্য ও সাবেক গায়ক প্যাকুয়ানো পেয়েছেন ১০ কোটি ডলার। শুধু তাই নয় ম্যাচটি ঘিরে বাজি ধরা হয়েছিল ৬-৮ কোটি ডলারের।

বাংলাদেশ সময়: ১৬:১৮:৩০   ৩৭০ বার পঠিত