রবিবার, ৩ মে ২০১৫
বাগদাদে গাড়িবোমা হামলা নিহত ১৩
Home Page » বিশ্ব » বাগদাদে গাড়িবোমা হামলা নিহত ১৩বঙ্গনিউজ ডটকমঃ বাগদাদে শনিবার গাড়িবোমা হামলায় কমপক্ষে ১৩জন নিহত হয়েছে। এবছর ইরাকের রাজধানীতে যতগুলো মারাত্মক হামলা চালানো হয় এর মধ্যে এটি ছিল অন্যতম।
পুলিশের একজন কর্নেল এএফপি’কে জানান, রাজধানীর কারাদা এলাকায় জনপ্রিয় একটি রেস্তোরাঁয় এ গাড়িবোমা হামলা চালানো হয়। এতে কমপক্ষে ১৩জন নিহত ও ৩৯জন আহত হয়। কারাদা এমন একটি এলাকা যেখানে বিভিন্ন দোকানপাট ও রেস্তোরাঁয় ঠাসা। সেখানে শনিবার রাতে সপ্তাহান্তে ব্যাপক জনসমাগম থাকে । এই সময়কালে এ হামলা চালানো হয়।
এদিকে বৃহস্পতিবার বিভিন্ন গাড়িবোমা হামলায় ইরাকে ১১জন নিহত ও ৪০জনেরও বেশি আহত হয়। এছাড়া সোমবার বাগদাদে দু’টি গাড়িবোমা হামলায় আরো ৯জন নিহত হয়।
সুন্নি অধ্যুষিত একটি প্রদেশ থেকে অনেককে বিতাড়িত করে দেয়ার প্রতিশোধ নিতেই ইসলামী ষ্টেট সন্ত্রাসী গ্রুপ বাগদাদের শিয়া অধ্যুষিত বিভিন্ন জেলায় এসব হামলা চালায় বলে দায়িত্ব স্বীকার করে।
উল্লেখ্য, সম্প্রতি চালানো এসব হামলা সত্ত্বেও গতবছরের একই সময়ের তুলনায় সেখানে হামলার ঘটনা অনেক কমে গেছে।
বাংলাদেশ সময়: ১১:৪৫:১৪ ৩৩০ বার পঠিত