মঙ্গলবার, ২১ মে ২০১৩

ভারতের সঙ্গে সুদৃঢ় সম্পর্কের অঙ্গীকার চীনা প্রধানমন্ত্রীর

Home Page » ফিচার » ভারতের সঙ্গে সুদৃঢ় সম্পর্কের অঙ্গীকার চীনা প্রধানমন্ত্রীর
মঙ্গলবার, ২১ মে ২০১৩



image_42158.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং বলেছেন, ভারতের সঙ্গে আমরা আরো সুদৃঢ় সম্পর্ক গড়ে তুলতে চাই। এ জন্য আমরা উভয়ের মাঝে একটা মজবুত আস্থার বন্ধন বজায় রাখতে অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন, এটা শুধু আমাদের দুই দেশের জন্যই প্রযোজ্য নয়, গোটা এশিয়ার স্বার্থেই তা করতে হবে। এজন্য তিনি এশিয়ার দেশগুলোর মাঝে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়ে বলেন, এটা বিশ্বের অর্থনৈতিক ক্ষেত্রে একটা চালিকাশক্তি হিসাবে কাজ করবে। তিনদিনের সফরে রবিবার নয়াদিল্লী এসে পৌঁছালে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। মূলত অমীমাংসিত সীমান্ত বিরোধ থেকে শুরু করে বিশাল অঙ্কের বাণিজ্য ঘাটতির মতো ইস্যুগুলো নিয়ে আলোচনা করতেই তিনি এ সফরে আাাসেন। বৈঠকে লি কেকিয়াং বলেন, উভয় দেশেরই যথেষ্ট ইচ্ছা, প্রজ্ঞা এবং সামর্থ্য রয়েছে যৌথ সহযোগিতার দ্বার উম্মোচন করার। এর মাধ্যমে আমরা একটা নতুন অর্থনৈতিক বিশ্ব পেতে পারি, যার সুফল এশিয়ার অন্যান্য দেশও ভোগ করবে। এ সময় তিনি চীন-ভারত কৌশলগত সহযোগিতার অংশীদারীত্বের কথাও পুনর্ব্যক্ত করেন। এছাড়া সীমান্তে উত্তেজনা কমার বিষয় নিয়েও উভয়ের মাঝে আলোচনা হয়। বৈঠকে মমনমোহন সিং গত এপ্রিলে ভারতে অনুপ্রবেশ করে লাদাখের দেসাং উপত্যকায় চীনের সেনাছাউনি তৈরির বিষয়ে কথা উঠে। যদিও পরে দুই দেশের মধ্যস্থতায় সেনা প্রত্যাহার করে বেইজিং। এ সময় মনমোহন সিং বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে আগামী দিনে তা উভয়ের মাঝে কূটনৈতিক সম্পর্কে প্রভাব ফেলবে। জবাবে কেকিয়াংও আশ্বাস দেন, বেইজিংও চায় দুই দেশের সম্পর্কে যেন চিড় না ধরে। বৈঠকে দালাই লামার প্রসঙ্গ উল্লেখ করে তিনি অভিযোগ করেন, ভারতে লুকিয়ে থাকা তিব্বতিদের চীনে অশান্তি ছড়াতে ইন্ধন দিচ্ছেন খোদ দালাইলামা। সেদিকে নজর দেয়ার জন্য মনমোহন সিংকে অনুরোধ জানান তিনি।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গতকাল সোমবার কেকিয়াংয়ের সঙ্গে মনমোহন সিংয়ের আবার বৈঠক হওয়ার কথা। এ সময় আরো বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

বাংলাদেশ সময়: ১১:৩৮:৪২   ৫১৪ বার পঠিত