শুক্রবার, ১ মে ২০১৫
জিয়ার কবরে ভাংচুর ‘স্বাধীনতাবিরোধীদের’ কাজ: বিএনপি
Home Page » সংবাদ শিরোনাম » জিয়ার কবরে ভাংচুর ‘স্বাধীনতাবিরোধীদের’ কাজ: বিএনপিবৃহস্পতিবার শেরেবাংলা নগরে জিয়ার কবর প্রাঙ্গণ ঘুরে দেখার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, “রাতের অন্ধকারে দুর্বৃত্তরা শহীদ জিয়াউর রহমানের কবরের ১১টি মার্বেল পাথর ভেঙে ফেলেছে। যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, স্বাধীনতাবিরোধী শক্তি।”
চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণের স্থাপনায় বুধবার রাতে ভাংচুর চালানো হয়। পুলিশ বলছে, রাতের কোনো এক সময় ‘অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা’ এ ঘটনা ঘটায়।
ভোরে পরিচ্ছন্নতাকর্মী কবরপ্রাঙ্গণ পরিষ্কার করতে এসে মার্বেল টাইলস ভাঙা অবস্থায় দেখতে পেয়ে বিএনপি অফিসে খবর দেয়।
পরে সাবেক সেনা প্রধান মাহবুবুর রহমান, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির সহ প্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতসহ নেতারা ঘটনাস্থলে আসেন।
মাহবুবুর রহমান বলেন, “দুস্কৃতকারীরা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জিয়াকে অসম্মান করেছে। তারা মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত হেনেছে। অতীতেও এ সামাধি নিয়ে অনেক কথা বলা হয়েছে।
“আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, জিয়াউর রহমানের সমাধির কোনো অসন্মান আমরা সহ্য করব না।”
অবিলম্বে এ ঘটনার তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করার দাবি জানান এই বিএনপি নেতা।
কল্যাণ পার্টির চেয়ারম্যান ইবরাহিম বলেন, “একজন মুক্তিযোদ্ধার সমাধিতে আঘাতের পর মুক্তিযোদ্ধারা যদি মুখ বন্ধ করে থাকেন, আগামীতে আরও অনেক মুক্তিযোদ্ধার সমাধিতে হামলা হলে তাকেও সমর্থন জানানো হবে। তাই আমাদের এই ষড়যন্ত্রের রাজনীতি থেকে সরে আসতে হবে।”
বাংলাদেশ সময়: ০:২১:৩৭ ১৮৪ বার পঠিত