বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০১৫
বনানীতে উচ্ছেদ অভিযান, পুলিশের গুলিতে আহত ১০
Home Page » সংবাদ শিরোনাম » বনানীতে উচ্ছেদ অভিযান, পুলিশের গুলিতে আহত ১০বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কেনো নোটিস না দিয়েই সিটি করপোরেশনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ওই উচ্ছেদ অভিযান শুরু হয় বলে ব্যবসায়ীদের অভিযোগ।
ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের সহকারী কমিশনার নুরুল আলম বলেন, “ম্যাজিস্ট্রেটের নির্দেশেই পুলিশ গুলি করেছে। অন্তত ৮/১০ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।”
মার্কেটের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান আজাদ বলেন, ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশ আর সিটি করপোরেশনের লোকজন এসে ‘গণহারে’ দোকান উচ্ছেদ শুরু করে।
দোকান মালিকরা ম্যাজিস্ট্রেটের কাছে অভিযানের বিষয়ে কাগজপত্র দেখতে চাইলে তিনি তা না দেখিয়ে ‘নিপু’ নামের এক ব্যক্তির সঙ্গে ব্যবসায়ীদের যোগাযোগ আছে কিনা তা জানতে চান বলে জানান আজাদ।তিনি বলেন, “এ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে ম্যাজিস্ট্রেটের বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে তিনি পুলিশকে গুলির নির্দেশ দেন। পুলিশ এলোপাতাড়ি গুলি শুরু করলে ১৫-২০ জন গুলিবিদ্ধ হন।”
এদের মধ্যে গুরুতর আহত সাতজনকে ইউনাইটেড হাসপাতাল ও দুজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দোকান মালিকদের নেতা আজাদ জানান।
এ বিষয়ে জানতে ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১৬:০৬:০৮ ২০১ বার পঠিত