বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০১৫
আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী
Home Page » মুক্তমত » আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীবঙ্গনিউজ ডটকমঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৮ তম বিশ্ববিদ্যালয় দিবস আজ। দিবসটি উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে- বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের নীচতলায় জাতির জনক বঙ্গবন্ধুর মূর্যালে সকাল ৮টা ১৫ মিনিটে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৮টা ৪০ মিনিটে বটতলা থেকে র্যালি বের করা ও সকাল ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে আলোচনা সভা ।
এছাড়াও দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়ানো, স্মরণিকা প্রকাশ, বিশ্ববিদ্যালয়ের মাসিক মুখপাত্র বিশ্ববিদ্যালয় সংবাদ প্রকাশ, সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে আলোচনা সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভায় সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।
বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান আজ এক বিবৃতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৮তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারী , শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে যেসব উল্লেখযোগ্য অর্জন ও অগ্রগতিসমূহ হয়েছে সেগুলো হলো- উন্নত বিশ্বের ন্যায় ¯œাতকোত্তর চিকিৎসা শিক্ষায় রেসিডেন্সি প্রোগ্রাম চালু করা, দেশের সরকারী বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে সর্বোচ্চ প্রায় ৩০০ জন বিদেশী রেসিডেন্ট-ছাত্র-ছাত্রী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, রিউমাটোলজি বিভাগ, এন্ডোক্রাইনোলজি বিভাগ, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগ চালু করা, সেন্টার ফর নিউরোডেভেলপমেন্ট এন্ড অটিজম ইন চিলড্রেন, পেলিয়েটিভ কেয়ার উইং, রেসপিটেরি মেডিসিন উইং প্রতিষ্ঠা, বিভিন্ন মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থায়নে প্রায় ৪০০টি গবেষণা পরিচালনা, শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্যে ৬টি বাস সংগ্রহসহ বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণের জনে প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ সহায়তায় কেবিন-ব্লকের উত্তর দিকে ১২ বিঘা জমি অধিগ্রহণ, বাংলাদেশে বেতার ভবনের জায়গা রেজিস্ট্রেশন করে বুঝে নেয়ার পর্যায়ে, নিজস্ব আয় থেকে প্রায় ১০০ কোটি টাকা বিভিন্ন উন্নয়নে ব্যয় করা, কোরিয়ার এর সহজ শর্তের ঋণ সহযোগিতায় ৭০০ শয্যার একটি সুপার স্পেশালাইজড হাসপাতালের উদ্দেশ্য সমঝোতা স্মারক স্বাক্ষর।
এছাড়াও সাধারণ শয্যা সংখ্যা ১৫০০ বেডে উন্নীত, কেবিনের সংখ্যা ১২৪-এ উন্নীত, অপারেশন থিয়েটারের সংখ্যা ৫৬-এ উন্নীত, ইনটেনসিভ কেয়ার ইউনিটের শয্যা সংখ্যা ৩৭-উন্নীত, করোনারী কেয়ার ইউনিটের শয্যা সংখ্যা ৩৫-এ উন্নীত, আউটডোরে আগত রোগীর দৈনিক গড় সংখ্যা বেড়ে ৫০০০-এ উন্নীত, হাসপাতালে ভর্তিকৃত বাৎসরিক রোগীর সংখ্যা ৩০২০১ জনে উন্নীত হয়েছে।
বাংলাদেশ সময়: ১২:১৪:৩৮ ৫২৯ বার পঠিত