বুধবার, ২৯ এপ্রিল ২০১৫
এটি একটি সেতু…।
Home Page » এক্সক্লুসিভ » এটি একটি সেতু…।বঙ্গনিউজ ডটকমঃ না না… রোলারকোস্টার ভেবে ভুল করবেন না। এটা একটি ব্রিজ। জাপানের এশিমা ওহাশি সেতু মানব সভ্যতার এক বিস্ময়। বিশ্বের তৃতীয় বৃহত্তম সেতু। ব্রিজটি পেরনো চালকদের কাছে কার্যত দুঃস্বপ্ন।এক ঝলকে দেখলে মনে হবে কোনও সুউচ্চ পাহাড়। ব্রিজের সামনে এসে অভিজ্ঞ চালকও একবার সৃষ্টিকর্তার নাম স্মরণ করে নেন। তারপর যাত্রাশুরু। রোলারকোস্টারে যেমন অনেকটা উঁচুতে উঠে তীব্র গতিবেগে নামতে হয়, জাপানের এশিমা ওহাশি ব্রিজ পেরনোও সেই রকমই এক অভিজ্ঞতা। প্রায় ২ কিলোমিটার উঁচুতে উঠে, তারপর নামার পালা।
সেতুটি চওড়ায় ১.৭ কিলোমিটার। জাপানের লেক নাকাওমির উপর তৈরি এই সেতু মাত্সু ও সাকাইমিনাতো শহরকে যোগাযোগ করিয়েছে। দু’টি গুরুত্বপূর্ণ শহরকে যোগাযোগ করার জেরে সেতুটিতে যানবাহনেরও বেশ চাপ থাকে।
বাংলাদেশ সময়: ১৮:৪৫:১১ ৩৫৬ বার পঠিত