বুধবার, ২৯ এপ্রিল ২০১৫
ভোট কারচুপির অভিযোগ তদন্তের আহ্বান বান-কি মুন এর
Home Page » আজকের সকল পত্রিকা » ভোট কারচুপির অভিযোগ তদন্তের আহ্বান বান-কি মুন এরবঙ্গনিউজ ডটকমঃ সংঘর্ষের পর পড়ে আছে ভাঙা ব্যালট বাক্স। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বংশালের সুরিটোলা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গোলযোগের পর ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়।সংঘর্ষের পর পড়ে আছে ভাঙা ব্যালট বাক্স। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বংশালের সুরিটোলা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গোলযোগের পর ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়।
তিন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির পক্ষ থেকে তোলা ভোট কারচুপির অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব বান-কি মুন।একইসঙ্গে বিরোধী পক্ষ গণতান্ত্রিক পন্থায় নিজেদের উদ্বেগ তুলে ধরবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোটের বিষয়ে এই প্রতিক্রিয়া জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র ফারহান হক।স্থানীয় সময় সন্ধ্যায় লিখিত বক্তব্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভোট বর্জনের বিষয়ে মহাসচিব অবগত রয়েছেন।
“ভোট কারচুপির উত্থাপিত সব অভিযোগ তদন্ত করতে যথাযথ কর্তৃপক্ষকে আহবান জানিয়েছেন। একইসঙ্গে বিরোধী পক্ষ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ব্যবহার করে নিজেদের উদ্বেগ প্রকাশ করবে বলে আশা করেছেন তিনি।”শান্তি শান্তিপূর্ণ উপায়ে নিজেদের ভিন্নমতগুলো প্রকাশে সব দলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন বান-কি মুন।
তার মুখপাত্র আরও বলেন, বর্তমান পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজতে সব রাজনৈতিক নেতার প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেছেন মহাসচিব।এদিকে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও ভোট কারচুপির অভিযোগের নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়েছে।এই দুটি দেশও ভোটপরবর্তী প্রতিক্রিয়া প্রকাশে আইন মেনে চলতে সব দলের প্রতি আহ্বান জানিয়েছে।
দুই দেশের দূতাবাসের আলাদা বিবৃতিতে বিএনপি মঙ্গলবারের ঢাকার দুটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন বর্জন করায় হতাশা প্রকাশ করা হয়েছে।মঙ্গলবার সকাল ৮টা থেকে তিন সিটি করপোরেশনের নির্বাচন শুরুর পর প্রথম ঘণ্টা মোটামুটি শান্তিপূর্ণভাবেই সব চলে। নির্বাচন কর্মকর্তারাও উৎসবমুখর পরিবেশে ভোটের আশা প্রকাশ করেন।
কিন্তু সকাল ৯টার পর থেকে পরিস্থিতি বদলাতে থাকে।বিভিন্ন কেন্দ্রে অনিয়মের অভিযোগ জানাতে থাকেন বিএনপি সমর্থিত প্রার্থীরা।ক্ষমতাসীনদের বিরুদ্ধে ‘ব্যাপক কারচুপির’ অভিযোগ এনে ভোটের চার ঘণ্টার মধ্যে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।
ঢাকা দক্ষিণের প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস ও উত্তরের প্রার্থী তাবিথ আওয়ালকে পাশে নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এটা কোনো নির্বাচন হয় নাই। এটাকে নির্বাচন বলা যায় না। ভোটবিহীন এই নির্বাচনকে আমরা প্রত্যাখ্যান করছি। … এই নির্বাচন আমরা বর্জন করি। এতে গণতন্ত্রের প্রহসন করা হয়েছে।”
আফরোজা ও তাবিথ অভিযোগ করেন, তাদের এজেন্টদের হয় কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি, নয়তো বের করে দেওয়া হয়েছে। কেন্দ্র দখল করে সরকারসমর্থিত প্রার্থীদের পক্ষে ব্যালটে সিল মেরে বাক্স ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মনজুর আলম এর ঘণ্টাখানেক আগেই ভোট বর্জনের ঘোষণ দেন।
বাংলাদেশ সময়: ১১:৩৩:১৫ ৩৬৪ বার পঠিত