মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০১৫

নেপালে ভূমিকম্পে আশি লাখ মানুষ ক্ষতিগ্রস্ত : জাতিসংঘ

Home Page » আজকের সকল পত্রিকা » নেপালে ভূমিকম্পে আশি লাখ মানুষ ক্ষতিগ্রস্ত : জাতিসংঘ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০১৫



oooooooooo.jpgবিশেষ প্রতিবেদকঃশনিবারের ভূমিকম্পে নেপালে জাতিসংঘের হিসেবে আশি লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চার সহস্রাধিক। আহত সাত হাজারের বেশী।বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে জানা যাচ্ছে মধ্যরাতের পর থেকে দেশটিতে এখন পর্যন্ত চারটি আফটারশক্ আঘাত হেনেছে। সর্বশেষ আফটারশক্‌টি হয়েছে আজ ভোরে।
লাখ লাখ মানুষ আরও একটি রাত খোলা আকাশের নিচে রাত কাটিয়েছে। দেশটিতে ব্যাপক ভিত্তিক আন্তর্জাতিক উদ্ধার অভিযান চলছে।
সরকার বলছে, সেখানে চিকিৎসক, কম্বল, বিদ্যুৎ, গাড়িচালক সবকিছুর অভাব দেখা দিয়েছে। আশংকা করা হচ্ছে রোগবালাই ছড়িয়ে পড়ার।
বর্ষা মৌসুম চলে আসার আগেই ক্ষতিগ্রস্তদের আশ্রয় দেবার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন একটি দাতব্য সংস্থার মুখপাত্র।
নেপালের সেনা ও পুলিশ বাহিনীর প্রায় পুরোটাই উদ্ধার তৎপরতায় নিয়োগ করা হয়েছে। সূত্র : বিবিসি বাংলা।

বাংলাদেশ সময়: ১৩:১৬:২৮   ২৫৫ বার পঠিত