মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০১৫
ভোট শুরুর আগেই সবার ভোট দেয়া হয়ে গেছে
Home Page » জাতীয় » ভোট শুরুর আগেই সবার ভোট দেয়া হয়ে গেছেঢাকা: সকাল সকাল ভোটাররা আসলেন ভোট দিতে। এসে দেখলেন তাদের সবার ভোট দেয়া হয়ে গেছে।ভোটাররা বিক্ষোভ করলেন। তাদের লাঠিপেটা করে সরিয়ে দেয়া হলো। ভোটগ্রহণ না করেই ভোটগ্রহণ স্থগিত করা হলো।এই ঘটনা ঘটেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বংশালে সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ নম্বর কেন্দ্রে।
প্রিজাইডিং অফিসার শওকত আলী জানান, রিটানিং অফিসারের নির্দেশে ভোটগ্রহণ স্থগিত করা হয়। তবে স্থগিতের কোনো কারণ তিনি জানাতে পারেননি। সকাল ৭ টা থেকে ভোটারা ওই কেন্দ্রের বাইরে লাইনে অপেক্ষা করছিলেন। হঠাৎ কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এ ধরণের সিদ্ধান্তের ফলে প্রিজাইডিং অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন বিক্ষুব্ধ ভোটার ও প্রার্থীরা। এক পর্যায়ে তারা ভাঙচুর শুরু করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। বন্ধ কেন্দ্র পরিদর্শন করতে গেলে নির্বাচন কমিশনার শাহনেওয়াজের গাড়িতে জুতা নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনতা।
ভোট কেন্দ্রে এমপি মিটিংয়ে!
রাজধানীর ধোলাইপাড় উচ্চ বিদ্যালয় কেন্দ্র। বাইরে স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার গাড়ি। তার গাড়ি ঘিরে কর্মীদের জটলা। ওই কেন্দ্রের দুই তলার পশ্চিম দিতে যেতে চাইলে গণমাধ্যমকর্মীদের পথ আগলে দাঁড়ান একজন। বলেন ওদিকে যাবেন না। কারণ জানতে চাইলে তিনি বলেন, এমপি মিটিং-এ ব্যস্ত। কিসের মিটিং জানতে চাইলে তিনি বলেন, আমাদের দলীয় লোকজনকে নিয়ে মিটিং করছেন। এদিকে একই কেন্দ্রে সকাল নয়টা পর্যন্ত এক ঘণ্টায় ভোট পড়ে ৯টি।
বাংলাদেশ সময়: ১০:৪৫:৪৫ ৩০১ বার পঠিত