রবিবার, ২৬ এপ্রিল ২০১৫

ফের ভূমিকম্প, আতঙ্ক বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেল দেশ

Home Page » আজকের সকল পত্রিকা » ফের ভূমিকম্প, আতঙ্ক বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেল দেশ
রবিবার, ২৬ এপ্রিল ২০১৫



mmmm.jpgবিশেষ প্রতিবেদকঃরাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ফের শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার দুপুর সোয়া একটায় এ ভূকম্পন অনুভূত হয়। উৎপত্তিস্থল নেপালের কেদরির ১৭ কি.মি. দক্ষিণে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৭।গতকাল শনিবারও ভূমিকম্প অনুভূত হয়। দুপুর সোয়া ১২টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউজিএস’র তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৯। তবে এর আগে জানানো হয়েছিল এর মাত্রা ছিল ৭ দশমিক ৫। নেপালের পোখারার কেন্দ্রস্থলে এর গভীরতা ছিল ১১ দশমিক ৯ কিলোমিটার।

দ্বিতীয় দফার এ ভূমিকম্পে নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অফিস, বাসা-বাড়ী ছেড়ে রাস্তায় নেমে পড়ে সবাই।

বাংলাদেশ সময়: ১৬:৩২:২৭   ৪০৭ বার পঠিত