শনিবার, ২৫ এপ্রিল ২০১৫

যুক্তরাজ্য ছাড়ার কথা ভাবছে এইচএসবিসি

Home Page » বিশ্ব » যুক্তরাজ্য ছাড়ার কথা ভাবছে এইচএসবিসি
শনিবার, ২৫ এপ্রিল ২০১৫



811.jpgবঙ্গনিউজ ডটকমঃ ব্যয় কমাতে যুক্তরাজ্য থেকে প্রধান কার্যালয় সরিয়ে নেয়ার কথা ভাবছে হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি)।

অর্থনৈতিক সংকটের কারণে ব্যয় কমাতে প্রতিষ্ঠানের নিয়মনীতি আর কাঠামোগত পরিবর্তনের পর এই বিষয়টি তাদের বিবেচনায় এসেছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।
তবে নতুন কার্যালয়ের জন্য এখনো কোন দেশ নির্দিষ্ট করা হয়নি।
প্রধান কার্যালয়ের জন্য সুবিধাজনক একটি দেশ নির্বাচন করার জন্য এরমধ্যেই পরিচালনা পর্যদ নির্দেশ দিয়েছে।

কিন্তু পুরো প্রক্রিয়া শেষ হতে কতদিন লাগবে, সে সম্পর্কে এখনি বলা সম্ভব নয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বিশ্লেষকরা ধারণা করছেন, এটি পুনরায় হংকংয়ে ফিরে যেতে পারে।

প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যে প্রতিবছর যে কর দিয়ে থাকে, তার হার কমাতেই তাদের এই নতুন সিদ্ধান্ত।

তবে বিশ্লেষকরা বলছেন, যুক্তরাজ্যে থাকলে প্রতিষ্ঠানটিকে বছরে কয়েকশ মিলিয়ন ডলার কর দিতে হয় বটে, কিন্তু কার্যালয় স্থানান্তরেও কয়েকশ মিলিয়ন ডলার তাদের খরচ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৫:১৯:০৮   ৩১০ বার পঠিত