শুক্রবার, ২৪ এপ্রিল ২০১৫

ফলনে খুশি, দামে হতাশ

Home Page » অর্থ ও বানিজ্য » ফলনে খুশি, দামে হতাশ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০১৫



147.jpgবঙ্গনিউজ ডটকমঃ বোরো ধানের ব্যাপক ফলনে খুশি নড়াইলের কৃষকরা।ধানের ফলনে কৃষকের মুখে হাসি ফুটলেও দাম কম থাকায় হতাশ তারা।যে অর্থ খরচ করে জমিতে ফসল ফলিয়েছেন কৃষকরা, সে পরিমাণ ধানের মূল্য না থাকায় দু:শ্চিন্তায় পড়েছে তারা। তাই জমিতে ফলন ভালো হলেও খুশি হতে পারে নি গরীব কৃষকরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানাগেছে, ২০১৪-১৫ মৌসুমে ৪০ হাজার ৭২২ হেক্টর জমিতে বোরোধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলে আবাদ হয়েছে ৪১ হাজার ৭৩০ হেক্টরে। এর মধ্যে হাইব্রিড ১৫ হাজার ৭২০ হেক্টর, উচ্চ ফলনশীল (উফশী) ২৫ হাজার ৯৫০ হেক্টর ও স্থানীয় ৬০ হেক্টরে বোরো ধানের আবাদ হয়েছে।

গত মৌসুমে (২০১৩-১৪) আবাদ হয়েছিল ৪১ হাজার ৫০৫ হেক্টরে। গত মৌসুমের চেয়ে চলতি মৌসুমে বোরোর আবাদ যেমন বেড়েছে, তেমনি ফলনও ভালো হয়েছে বলে জানাগেছে।

নড়াইলের লোহাগড়া উপজেলার কুন্দশী গ্রামের শাহাবউদ্দীন বলেন, এখন মাঠের পর মাঠজুড়ে শুধু সোনালি ধান চারিদিকে এখন নতুন ধানের সুবাস, নতুন স্বপ্ন, নবউদ্যোম। এ বছর ফলন ভালো হয়েছে তিন শতক জমিতে দেড় থেকে দুই মণ করে ধাণ ঘরে তুলতে পারবেন বলে আশা করছেন তিনি। তবে দাম কম থাকায় হতাশা প্রকাশ করেনি তিনি।

কৃষক নাঈম হাসান টিটো জানান, ফলন ভাল হলেও দাম নিয়ে হতাশ রয়েছে কৃষকদের মাঝে। বর্তমানে প্রতিমণ ধান ৫৫০ থেকে ৬০০ টাকা বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে প্রতিমণ ধান ৭৫০ থেকে ৮০০ টাকা দরে বিক্রি হলে কৃষকদের জন্য ভাল হত।

এ ব্যপারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক শেখ আমিনুল হক বলেন, এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। ইতোমধ্যে ব্রি-২৮ ধান কর্তন শুরু হয়েছে। প্রতি হেক্টরে ৩ (তিন) দশমিক ৮ (আট) মেট্রিক চাল উৎপাদন হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬:০৬:৪৯   ৩৯৮ বার পঠিত