শুক্রবার, ২৪ এপ্রিল ২০১৫
শীর্ষ গরুর মাংস রপ্তানিকারক দেশ এখন ভারত
Home Page » বিশ্ব » শীর্ষ গরুর মাংস রপ্তানিকারক দেশ এখন ভারতবঙ্গনিউজ ডটকমঃ বাংলাদেশিদের গরুর মাংস খাওয়া বন্ধে ভারতের হিন্দু মৌলবাদী বিজেপি সরকার ক্রুসেড ঘোষণা করলেও ভারতই এখন বিশ্বের শীর্ষ গরুর মাংস রপ্তানিকারক দেশ।
টাইমস অব ইন্ডিয়া জানায়, যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) সর্বশেষ প্রতিবেদন অনুসারে, ব্রাজিলকে হটিয়ে বিশ্বের শীর্ষ গরুর মাংস রপ্তানিকারক দেশ এখন ভারত।
ভারতের অনেক হিন্দু গরু হত্যা পাপ মনে করে। তাই বিজেপি সরকার ক্ষমতা গ্রহণের পর ভারতে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে গরু নিয়ে। এরই মধ্যে দেশটির একটি প্রদেশে গরু জবাইয়ের ওপর নিষেধাজ্ঞার খড়্গ নামানো হয়েছে, অন্যগুলোর জন্যও চিন্তাভাবনা চলছে।
সম্প্রতি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত থেকে বাংলাদেশে গরু পাচার পুরোপুরি বন্ধ করে দিতে হবে যাতে বাংলাদেশের মানুষ গরুর মাংস খাওয়া বন্ধ করে দিতে বাধ্য হয়।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, তেল রাজস্ব কমায় ও মুদ্রার দুর্বলতার কারণে রাশিয়াসহ তেলনির্ভর বেশ কয়েকটি দেশে গরুর মাংস আমদানি কমেছে। তবে ভারত থেকে রপ্তানি সবচেয়ে বেশি বেড়েছে।
অন্যদিকে ব্রাজিল, উরুগুয়ে ও যুক্তরাষ্ট্র থেকে কমলেও ইউরোপীয় ইউনিয়ন ও প্যারাগুয়ে থেকে রপ্তানি কিছুটা বেড়েছে। রাশিয়ার বাজার ভারতের গরুর মাংসের জন্য খুলে দেয়া হয়েছে। এতে চলতি অর্থবছরে ভারতের এ পণ্য রপ্তানি বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা রয়েছে।
রাশিয়া ভারতের চারটি কোম্পানিকে মাংস সরবরাহের অনুমতি দিয়েছে এবং এরই মধ্যে প্রথম কিস্তির সরবরাহ পৌঁছে গেছে। চলতি বছর বিশ্বে গরুর মাংস রপ্তানি রেকর্ড ১০ দশমিক ২ মিলিয়ন টনে দাঁড়াবে বলে প্রতিবেদনে বলা হয়।
ভারতের এগ্রিকালচার অ্যান্ড প্রসেসড ফুড প্রডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটির (এপিইডিএ) তথ্য অনুসারে, মূল্যের দিক থেকে কৃষি খাদ্য ক্যাটাগরিতে দেশটির সবচেয়ে বেশি রপ্তানি করা ভোগ্যপণ্য হিসেবে এরই মধ্যে বাসমতী চালকে হটিয়ে জায়গা করে নিয়েছে গরুর মাংস।
ফেব্রুয়ারি পর্যন্ত ১১ মাসে ভারতের মোট গরুর মাংস রপ্তানি দাঁড়িয়েছে ১৩ লাখ ৫৬ হাজার ৭৯৪ টনে, যার মূল্য ২৬ হাজার ৯৬৫ কোটি রুপি। গত বছরের তুলনায় পরিমাণের দিক থেকে এ হার ১১ শতাংশ বেশি এবং মূল্যের
বাংলাদেশ সময়: ১২:১২:২২ ৩১৩ বার পঠিত