বুধবার, ২২ এপ্রিল ২০১৫

ইরাকে বিমান হামলায় বাগদাদি ‘গুরুতর আহত’

Home Page » বিশ্ব » ইরাকে বিমান হামলায় বাগদাদি ‘গুরুতর আহত’
বুধবার, ২২ এপ্রিল ২০১৫



68.jpgবঙ্গনিউজ ডটকমঃ পশ্চিম ইরাকে বিমান হামলায় ইসলামিক স্টেটের ‘খলিফা’ আবু বকর আল-বাগদাদি গুরুতর আহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়, গত মার্চে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিমান হামলায় বাগদাদি গুরুতর আহত হন। প্রথমে তার জীবন নিয়েই আশঙ্কা তৈরি হয়েছিল। পরে অবশ্য তিনি ধীরে ধীরে সেরে উঠছেন।
তবে এরপর থেকে তিনি এখন পর্যন্ত ওই জঙ্গি সংগঠনটির দৈনন্দিন কাজে ফিরতে পারেননি।
বাগদাদি এতোটাই আহত হয়েছিলেন যে আইএস নেতারা আশঙ্কা করেছিলেন যে তিনি আর বাঁচবেন না। এজন্য তারা নতুন নেতার নাম ঘোষণারও পরিকল্পনা করেছিলেন।
একজন পশ্চিমা কূটনীতিক এবং একজন ইরাকি উপদেষ্টা পৃথকভাবে নিশ্চিত করেছেন যে গত ১৮ মার্চ সিরীয় সীমান্ত সংলগ্ন ইরাকের নিবেভেহ প্রদেশের আল-বাজ জেলায় এ হামলার ঘটনা ঘটে। সে সময় আইএসের তিনটি গাড়ির একটি কনভয়ে হামলা চালানো হয়। এতে অন্তত তিনজন মারা যান।

এর আগে গত নভেম্বর ও ডিসেম্বরেও বাগদাদির আহত হওয়ার খবর প্রকাশিত হয়, পরবর্তীতে যা সঠিক বলে প্রমাণিত হয়নি।

ইরাকি সামরিক উপদেষ্টা হিশাম আল-হিশাম গত ১৮ মার্চ বাগদাদির আহত হওয়ার খবর নিশ্চিত করেন।

তবে পেন্টাগনের মুখপাত্র কর্নেল স্টিভেন ওয়ারেন বাগদাদির আহত হওয়ার খবরকে নাকচ করে দিয়েছেন।

ডেইলি বিস্টকে তিনি বলেন, ১৮ মার্চ ওই স্থানে হামলা চালানো হয় তা ঠিক। কিন্তু সেখানে বাগদাদি উপস্থিত ছিলেন বলে তাদের কাছে কোনো তথ্য নেই এবং এ ধরনের খবরকে বিশ্বাস করার কোনো কারণও নেই।

বর্তমানে চল্লিশ বছরের কাছাকাছি বয়স বাগদাদির। ২০১০ সালে তিনি আইএসর হাল ধরার পর সংগঠনটিকে বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ জঙ্গি সংগঠনে পরিণত করেছেন যারা ইরাক ও সিরিয়ায় যুক্তরাজ্যের চেয়ে বড় আয়তনের একটি এলাকা নিয়ন্ত্রণ করছে।

যুক্তরাষ্ট্র তার মাথার দাম ১ কোটি ডলার বা প্রায় ৮০ কোটি টাকা ঘোষণা করেছে।

বাংলাদেশ সময়: ১২:০৩:২৭   ৩০৭ বার পঠিত