মঙ্গলবার, ২১ এপ্রিল ২০১৫

পাবনা-ঈশ্বরদী মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Home Page » আজকের সকল পত্রিকা » পাবনা-ঈশ্বরদী মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০১৫



151.jpgবঙ্গনিউজ ডটকম পাবনা: জেলার সদর উপজেলার পাবনা-ঈশ্বরদী মহাসড়কের আটমাইলে আজ মঙ্গলবার যাত্রীবাহী বাসের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শাশুড়ি ও ছেলের বউসহ তিনজন নিহত হয়েছেন।
নিহতরা হলেনÑ পাবনার ঈশ্বরদী উপজেলার ফতেমোহম্মদপুর এলাকার সিদ্দিকুর রহমানের স্ত্রী রহিমা বেগম (৫৫), তার ছেলে মনির হোসেনের স্ত্রী ডলি খাতুন (৩০) এবং রূপপুর নলগাড়ীর মোজাহার আলীর ছেলে ও অটোচালক আবু কালাম (৩৫)।
পাবনা সদর থানার উপপরিদর্শক হুমায়ন কবির জানান, ঈশ্বরদী থেকে সোনার বাংলা নামে একটি যাত্রীবাহী বাস শাহজাদপুর যাচ্ছিল। বাসটি ঈশ্বরদী-পাবনা মহাসড়কের আটমাইলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোর চালকসহ ৩ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং অপর এক যাত্রী গুরুতর আহত হন। তাকে আশংকাজনক অবস্থায় পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পর উত্তেজিত জনতা প্রায় আধাঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ১৫:৩০:০৪   ৪০৭ বার পঠিত