মঙ্গলবার, ২১ এপ্রিল ২০১৫

লাউ চাষ করে ঘুরিয়েছেন ভাগ্যের চাকা

Home Page » অর্থ ও বানিজ্য » লাউ চাষ করে ঘুরিয়েছেন ভাগ্যের চাকা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০১৫



 94.jpgবঙ্গনিউজ ডটকমঃ জয়পুরহাটের দিন মজুর শুকুর আলী লাউ চাষ করে ঘুরিয়েছেন ভাগ্যের চাকা। দশ বছর আগে দিন মজুরের কাজ করে কোন মতে সংসার চালানো শুকুর আলী এখন এলাকায় লাউ চাষি হিসেবে পরিচিত।
জয়পুরহাট সদরের বুজরুক ভারুনিয়া গ্রামের শুকুর আলী (৪৫) নিজের জমি না থাকলেও বর্গা নেয়া পাঁচ শতাংশ জমিতে প্রথমে লাউ চাষ করে ভাল ফলন পান। এর পর দশ শতাংশ এভাবেই বৃদ্ধি পেয়ে বর্তমানে ২৫ শতাংশ জমিতে লাউ চাষ করছেন শুকুর আলী। লাউ চাষে ৪ থেকে ৫ হাজার টাকা খরচ পড়লেও ইতোমধ্যে ১৫ হাজার টাকা বিক্রি করেছেন। আরও দেড় মাসে প্রায় ১৫ হাজার টাকার লাউ বিক্রি করবেন বলে আশা করেছেন তিনি। লাউ চাষে খরচ কম হওয়ায় লাভ বেশী। ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত চার মাসের ফসল লাউ চাষ করে ২০ থেকে ২৫ হাজার টাকা আয় হয়ে থাকে। লাউ চাষে স্বাবলম্বী শুকুর আলী সংসারের খরচ চালানোর পরেও তিন মেয়ের বিয়ে দিয়েছেন। ছোট ছেলে আনোয়ার এইচ এস সি ভোকেশনালে পড়ছে। এছাড়াও সংসারের আয় থেকে ৩ বিঘা জমি বর্গা নিয়েছেন। লাউ চাষ করার পর আবার সেই জমিতে স্বল্প মেয়াদী ফসল হিসেবে করলাও চাষ করে থাকেন শুকুর আলী।
শুকুর আলী লাউ চাষ করে স্বাবলম্বী হওয়ার কথা জানিয়ে বলেন, ২৫ শতাংশ লাউয়ের জমি থেকে প্রতি দিন কমপক্ষে ৩০টি লাউ বিক্রি করা হয়। পাইকারী হিসেবে প্রতিটি লাউ বিক্রি হয় ১০ টাকায়। আরও দেড় মাস লাউ বিক্রি চলবে বলে জানান তিনি। স্বল্পমেয়াদী ফসল চাষ করার আয় দিয়েই সংসারের অভাব দুর করেছেন শুকুর আলী।

বাংলাদেশ সময়: ১২:৫৭:৩৭   ১৩৫৪ বার পঠিত