মঙ্গলবার, ২১ এপ্রিল ২০১৫
খালেদা জিয়ার ওপর হামলায তেজগাঁও থানায় এজাহার দিয়েছে বিএনপি
Home Page » প্রথমপাতা » খালেদা জিয়ার ওপর হামলায তেজগাঁও থানায় এজাহার দিয়েছে বিএনপিবঙ্গনিউজ ডটকমঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর ক্ষমতাসীনদের হামলার ঘটনায় তেজগাঁও থানায় এজাহার দিয়েছে বিএনপি।
মঙ্গলবার সকাল ১১টার দিকে বিএনপিপন্থি আইনজীবীরা থানায় গিয়ে এই এজাহার দেন।
খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা ও সিএসএফ প্রধান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর বাদী হয়ে থানার ডিউটি অফিসারের কাছে এই এজাহার দেন।
তবে থানায় ওসি না থাকায় তাদের এজাহারটি মামলা হিসেবে এখনো নথিভুক্ত হয়নি।
তেজগাঁও থানার ডিউটি অফিসার এসআই রমজান এজাহারটি গ্রহণ করে বিএনপির আইনজীবীদের জানান, ‘ওসি একটি মিটিংয়ে রয়েছেন। তিনি আসলে এজাহার মামলা হিসেবে গ্রহণের বিষয়টি জানানো হবে।’
এ সময় মামলার বাদী ফজলে এলাহী আকবর ছাড়াও বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ থানায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে দল সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণায় নেমে রাজধানীর কারওয়ানবাজারে ক্ষমতাসীন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার শিকার হয় খালেদা জিয়ার গাড়িবহর।
এতে খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার, ব্যক্তিগত নিরাপত্তা কর্মীসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। পরে এ ঘটনার প্রতিবাদে আজ সারাদেশে বিক্ষোভ এবং আগামীকাল বুধবার ঢাকা ও চট্টগ্রাম মহানগরী বাদে দেশব্যাপী হরতাল ডেকেছে বিএনপি।
বাংলাদেশ সময়: ১১:৫১:৩৪ ৩২৭ বার পঠিত