রবিবার, ১৯ এপ্রিল ২০১৫

আরো ৮ রাজাকারের বিরুদ্ধে অভিযোগ দাখিল

Home Page » প্রথমপাতা » আরো ৮ রাজাকারের বিরুদ্ধে অভিযোগ দাখিল
রবিবার, ১৯ এপ্রিল ২০১৫



1112.jpgবঙ্গনিউজ ডটকমঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামালপুরের ৮ রাজাকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছেন প্রসিকিউশন।

রোববার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ অভিযোগ জমা দেন প্রসিকিউটর তাপস কান্তি বল।

অভিযোগ ৮ রাজাকারের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, নির্যাতন, অপহরণসহ পাঁচটি অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার অভিযোগ আমলে নেয়া হবে কি না সে বিষয়ে শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

অভিযোগকৃতরা হলেন- শামসুল হক, এস এম ইউসুফ আলী, আশরাফ হোসেন, শরীফ আহম্মেদ, মো. আবদুল মান্নান, মো. আবদুল বারী, মো.হারুন ও মো.আবুল হাশেম।

এদের মধ্যে জামায়াতে ইসলামীর নেতা শামসুল ও ইউসুফ আছেন কারাগারে। বাকিরা পলাতক।

বাংলাদেশ সময়: ১৫:০৪:০৯   ৩০৪ বার পঠিত