রবিবার, ১৯ এপ্রিল ২০১৫
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে আটকে পড়া ৩৩৬ জন বাংলাদেশি
Home Page » প্রথমপাতা » যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে আটকে পড়া ৩৩৬ জন বাংলাদেশিবঙ্গনিউজ ডটকমঃ যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে থেকে আরো ৩৩৬ জন দেশে ফিরেছেন।
রবিবার ভোর সাড়ে ৪টায় ভারতের কেরালা থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান।
শনিবার এসব বাংলাদেশিদের ভারতীয় নৌবাহিনী উদ্ধার করে কেরালায় নিয়ে আসে।
কেরালা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে আটকে পড়া এসব বাংলাদেশিদের দেশে নিয়ে আসা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এসব বাংলাদেশি গত ১২ এপ্রিল ইয়েমেনের পার্শ্ববর্তী আফ্রিকার দেশ জিবুতি থেকে কেরালার উদ্দেশে রওনা হয়। ইয়েমেনের সানা, হুদেইদা ও এডেন বন্দর থেকে তাদের নিয়ে যাত্রা করে ভারতের নৌবাহিনীর জাহাজ।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, ওই বাংলাদেশিদের মধ্যে ২২৭ জন জাহাজ ‘এমভি কোরালস’ ও বাকি ৬৫ জন ‘এমভি কাবারাত্তি’তে করে ফিরছেন। এদের মধ্যে ১৪ নারী ও ১৩ শিশু রয়েছে।
এর আগে দুটি দলে বিভক্ত হয়ে ২১ বাংলাদেশি ইয়েমেন থেকে দেশে ফিরে এসেছেন।
এ ছাড়া গত বৃহস্পতিবার ভারতের নৌবাহিনীর জাহাজে করে হুদেইদা ও ইয়েমেন থেকে পাঁচ নারী ও চার শিশুসহ ১৩৬ বাংলাদেশি জিবুতি পৌঁছেছেন।
২০ এপ্রিল বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে করে জিবুতি থেকে তাদের ঢাকায় আনার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ৯:২৭:৪২ ২৮৪ বার পঠিত