রবিবার, ১৯ এপ্রিল ২০১৫

চার ঘন্টার প্রচারণায় ‘ভালো’ সাড়া পেয়েছেন খালেদা

Home Page » জাতীয় » চার ঘন্টার প্রচারণায় ‘ভালো’ সাড়া পেয়েছেন খালেদা
রবিবার, ১৯ এপ্রিল ২০১৫



224.jpgবঙ্গনিউজ ডটকমঃ বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তাবিথ আউয়াল পক্ষে প্রচারণা চালান । এইসময় তিনি প্রায় সাড়ে চার ঘন্টায় গুলশান-১, গুলশান-২, বাড্ডা, বনানী, মহাখালী, তেজগাঁও, হাতির ঝিল এলাকায় তাবিথ আউয়াল পক্ষে বাস মার্কায় ভোট চান। বিভিন্ন দোকানে ঢুকে নিজ হাতে লিফলেটও বিতরণ করেন। রাতে ফেরার পথে হাতির ঝিল এলাকায়ও গাড়ি থেকে নামেন তিনি।

শনিবার বিকেল সোয়া চারটার দিকে হঠাৎ করেই গুলশানের বাসা থেকে বের হন তিনি। সেখান থেকে যান গুলশান-২ এ অবস্থিত পিংক সিটি মার্কেটে। মার্কেটের অসংখ্য দোকানে গিয়ে ভোট চান খালেদা জিয়া। এসময় তাঁর সঙ্গে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ কয়েকজন মহিলা কর্মী আর নিজস্ব নিরাপত্তাকর্মীরা ছিলেন। বেগম খালেদা জিয়ার যাওয়ার খবরে ওই এলাকায় বিপুল সারা পড়ে যায়।

পিংক সিটি মার্কেট থেকে বেগম খালেদা জিয়া সরাসরি চলে যান গুলশান-১ নম্বরের ডিসিসি মার্কেটে। সেখান থেকে যান গুলশানের নাভানা টাওয়ারে। এ দুটি মার্কেটে অনেকগুলো দোকানে ঢুকে ভোট চান খালেদা জিয়া। অনেকের হাতে তাবিথ আউয়াল প্রচারপত্রও তুলে দেন। সেখান থেকে গুলশান লিংক রোড হয়ে উত্তর বাড্ডা প্রগতি স্মরণী হয়ে আমেরিকান দূতাবাসের পাশ দিয়ে গুলশান-২ নম্বর ডিসিসি মার্কেটে যান বেগম খালেদা জিয়া। তাঁর গাড়ির পাশে শতাধিক নেতা-কর্মী মিছিল নিয়ে তাঁর সঙ্গে ছিলেন। নেতা-কর্মীরা সড়কের বাম পাশে থাকা মানুষের কাছে তাবিথ আউয়ালের প্রচারপত্র বিলি করেন। বেগম খালেদা জিয়া গাড়িতে বসেই হাত নেড়ে শুভেচ্ছা জানান।

সন্ধ্যা সোয়া ছয়টার কিছু পরে বেগম খালেদা জিয়া পৌঁছান গুলশান-২ নম্বরে গুলশান ডিসিসি সুপার মার্কেটে। সেখানে অসংখ্য দোকানে ঢুকে তিনি অনেকের কুশলও জানতে চান। সেখান থেকে খালেদা জিয়া যান বনানী সুপার মার্কেটে। মার্কেটের নিচতলায় গণসংযোগ করার পর বনানী এলাকায় গাড়িতে চড়ে গণসংযোগ করেন তিনি। সেখান থেকে যান মহাখালী। গাড়িতে বসেই মহাখালী ফুটপাতের পাশের দোকানি ও সাধারণ মানুষকে শুভেচ্ছা জানান বেগম খালেদা জিয়া। কর্মীরা এসময় প্রচারপত্র বিলি করেন। সেখান থেকে বেগম খালেদা জিয়া যান মহাখালী বাসটার্মিনালে। সেখানে খুব অল্প সময়ের জন্য গাড়ি থেকে নেমে হাত নেড়ে শুভেচ্ছা জানান। মহাখালী বাস টার্মিনাল থেকে তিনি যান তেজগাঁও এলাকায়। সেখান থেকে বেগম খালেদা জিয়া যান হাতির ঝিলে। ওই এলাকায় আধা ঘণ্টার বেশি সময় জনসংযোগ করেন তিনি। দু’জায়গায় নিজে গাড়ি থেকে নামেন। সেখান থেকে সরাসরি বাসায় চলে যান বিএনপির চেয়ারপারসন।

সন্ধ্যা সাতটার দিকে বনানী তিন নম্বর ব্লকের ১১ নম্বর সড়কে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন তাবিথ আউয়াল। পরে তাবিথ আউয়াল আবার চলে যান তাঁর নিজের প্রচারাভিযানে।

বাংলাদেশ সময়: ০:২৪:০১   ২৫০ বার পঠিত