শনিবার, ১৮ এপ্রিল ২০১৫
সুমেশ্বরী চরে পাঁচদিনের বৈশাখী মেলা শেষ হচ্ছে আজ রাতে।
Home Page » আজকের সকল পত্রিকা » সুমেশ্বরী চরে পাঁচদিনের বৈশাখী মেলা শেষ হচ্ছে আজ রাতে।তমাল সাহাঃসুমেশ্বরী নদীর চরে পাঁচদিনের বৈশাখী মেলা শেষ হচ্ছে শনিবার রাতে।
পহেলা বৈশাখের দিন দুপুরে শুরু হয় গারো পাহারী কণ্যা সুমেশ্বরীর দেবথলীচরসহ তেরীবাজার ঘাটে। পাঁচদিনের মেলা পহেলা বৈশাখ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন।উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমীন চুন্নু, নেত্রকোণা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক লাভলু পাল চৌধুরী, এনটিভির নেত্রকোণা প্রতিনিধি ভজন দাস, বাংলানিউজলাইন ডটকমের নিজস্ব প্রতিবেদক নিতাই সাহা বঙ্গনিউজ ডটকম এর বিশেষ প্রতিনিধি তমাল সাহা উপস্থিত ছিলেন।স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহীনুর আলম সাজুর আয়োজনে এই মেলামঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা। এসব পরিবেশনায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি ক্ষুদ্র নৃ গোষ্ঠী জনজাতির শিল্পীরাও অংশ নেন।
তেরীবাজার ঘাটে হয় ঘুড়ি উৎসব ও হাডুডু খেলা। ঘুড়ি উড়ানো হয় নদীর চরে। হাডুডুর ফাইনাল হয় বালি শ্রমিক ও কয়লা শ্রমিকদের মাঝে। এখানের উৎসবে প্রধান অতিথি ছিলেন, দুর্গাপুর পৌর মেয়র শ ম জয়নাল আবেদীন।এলাকার শত শত মানুষ এই উৎসব উপভোগ করেন।
বাংলাদেশ সময়: ১৭:৪৯:০১ ৭২২ বার পঠিত