শনিবার, ১৮ এপ্রিল ২০১৫

বিশ্ব সেরা মেসি, বললেন পেলেঃ

Home Page » খেলা » বিশ্ব সেরা মেসি, বললেন পেলেঃ
শনিবার, ১৮ এপ্রিল ২০১৫



1110.jpgবঙ্গনিউজ ডটকমঃ বর্তমান বিশ্ব ফুটবলে কে সেরা? প্রশ্নটি পুরোনো হলেও ব্রাজিল ফুটবল কিংবদন্তি পেলে এর নতুন উত্তর দিয়েছেন। ফুটবল প্রেমীরা যখন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি আর পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে বিভক্ত, তখন ভোল পাল্টে আর্জেন্টাইন সুপারষ্টার মেসিকে এগিয়ে রাখলেন পেলে।

এর আগে বরাবরই মেসিকে নিয়ে কটাক্ষ করতেন পেলে। সময়ের সেরা দুই তারকা মেসি-রোনালদো নিয়েও কম বলেন নি তিনি। তিনবারের বিশ্বকাপ জয়ী পেলে জানিয়েছেন, সতীর্থ হিসেবে বেছে নেয়া সম্ভব হলে বর্তমানের সেরা দুই ফুটবলারের মধ্যে মেসিকেই নিজের দলে রাখতেন।

চলতি স্প্যানিশ লিগে গোল স্কোরিংয়ের দিক দিয়ে বার্সেলোনার মেসির থেকে রিয়াল মাদ্রিদের রোনালদো এগিয়ে। পেলে বলেন, এটা মেসি-রোনালদোর বিষয় নয়। যখন কেউ আমাকে জিজ্ঞেস করবে হালের সেরা ফুটবলার কে, আমি সব সময় বলবো, তাদের দু’জনের মধ্যে কোনো তুলনা চলে না।

এ সময় স্প্যানিশ লা লিগায় ৩১ ম্যাচে ৩৪ গোল করা মেসির প্রসঙ্গে পেলে যোগ করেন, মেসি প্রতিটি ম্যাচেই গোলের জন্য এগিয়ে যায়। সে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করাতে দারুণ ভূমিকা রাখে।

এদিকে, লা লিগার সর্বোচ্চ গোল স্কোরার রিয়াল তারকা প্রসঙ্গে পেলে বলেন, রোনালদো অসাধারণ ফুটবলার। ফরোয়ার্ড পজিশনে সে ভালো খেলে। তবে, ম্যারাডোনা বা মেসি যা করে রোনালদো সেটি করতে ব্যর্থ। এ সময় তিনি আরও যোগ করেন, মেসি এবং রোনালদো দু’জনই ভিন্ন গ্রহের ফুটবলার। তবে, এ দু’জনের থেকে একজনকে নিতে বলা হলে আমি অবশ্যই মেসিকে বেছে নেবো।

চলতি লা লিগার মৌসুমে রোনালদো গোল করেছেন সর্বোচ্চ ৩৮টি। সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ১২টি। আর বার্সা তারকা মেসি গোল করেছেন ৩৪টি, সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন আরও ১৫টি।

বাংলাদেশ সময়: ১৩:৪৮:২৬   ৪০৮ বার পঠিত