বিশ্ব সেরা মেসি, বললেন পেলেঃ

Home Page » খেলা » বিশ্ব সেরা মেসি, বললেন পেলেঃ
শনিবার, ১৮ এপ্রিল ২০১৫



1110.jpgবঙ্গনিউজ ডটকমঃ বর্তমান বিশ্ব ফুটবলে কে সেরা? প্রশ্নটি পুরোনো হলেও ব্রাজিল ফুটবল কিংবদন্তি পেলে এর নতুন উত্তর দিয়েছেন। ফুটবল প্রেমীরা যখন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি আর পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে বিভক্ত, তখন ভোল পাল্টে আর্জেন্টাইন সুপারষ্টার মেসিকে এগিয়ে রাখলেন পেলে।

এর আগে বরাবরই মেসিকে নিয়ে কটাক্ষ করতেন পেলে। সময়ের সেরা দুই তারকা মেসি-রোনালদো নিয়েও কম বলেন নি তিনি। তিনবারের বিশ্বকাপ জয়ী পেলে জানিয়েছেন, সতীর্থ হিসেবে বেছে নেয়া সম্ভব হলে বর্তমানের সেরা দুই ফুটবলারের মধ্যে মেসিকেই নিজের দলে রাখতেন।

চলতি স্প্যানিশ লিগে গোল স্কোরিংয়ের দিক দিয়ে বার্সেলোনার মেসির থেকে রিয়াল মাদ্রিদের রোনালদো এগিয়ে। পেলে বলেন, এটা মেসি-রোনালদোর বিষয় নয়। যখন কেউ আমাকে জিজ্ঞেস করবে হালের সেরা ফুটবলার কে, আমি সব সময় বলবো, তাদের দু’জনের মধ্যে কোনো তুলনা চলে না।

এ সময় স্প্যানিশ লা লিগায় ৩১ ম্যাচে ৩৪ গোল করা মেসির প্রসঙ্গে পেলে যোগ করেন, মেসি প্রতিটি ম্যাচেই গোলের জন্য এগিয়ে যায়। সে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করাতে দারুণ ভূমিকা রাখে।

এদিকে, লা লিগার সর্বোচ্চ গোল স্কোরার রিয়াল তারকা প্রসঙ্গে পেলে বলেন, রোনালদো অসাধারণ ফুটবলার। ফরোয়ার্ড পজিশনে সে ভালো খেলে। তবে, ম্যারাডোনা বা মেসি যা করে রোনালদো সেটি করতে ব্যর্থ। এ সময় তিনি আরও যোগ করেন, মেসি এবং রোনালদো দু’জনই ভিন্ন গ্রহের ফুটবলার। তবে, এ দু’জনের থেকে একজনকে নিতে বলা হলে আমি অবশ্যই মেসিকে বেছে নেবো।

চলতি লা লিগার মৌসুমে রোনালদো গোল করেছেন সর্বোচ্চ ৩৮টি। সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ১২টি। আর বার্সা তারকা মেসি গোল করেছেন ৩৪টি, সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন আরও ১৫টি।

বাংলাদেশ সময়: ১৩:৪৮:২৬   ৪১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ