শনিবার, ১৮ এপ্রিল ২০১৫

কলকাতার চলছে ১৪৪ ওয়ার্ডে ভোটগ্রহণ

Home Page » আজকের সকল পত্রিকা » কলকাতার চলছে ১৪৪ ওয়ার্ডে ভোটগ্রহণ
শনিবার, ১৮ এপ্রিল ২০১৫



bongo-1.jpegবিশেষ প্রতিনিধিঃশুরু হয়ে গেল পুরযুদ্ধ ২০১৫। শনিবার সকাল থেকেই কলকাতা পুর এলাকায় ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে৷মোট ১৪৪টি ওয়ার্ডে আজ নির্বাচন। ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল সাতটায়। চলবে দুপুর তিনটে পর্যন্ত। এবার পুরভোটে মোট ভোটার সংখ্যা ৩৭ লক্ষ ৪২ হাজার ১৯ জন৷মোট প্রার্থীর সংখ্যা ১০৭৬৷ এখনও পর্যন্ত শান্তিপূর্ণ ভাবেই ভোটগ্রহণ চলছে বলে রাজ্য নির্ভাচন কমিশন সূত্রে জানানো হয়েছে।রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এই পুরভোটে ৪৭০৪টি বুথের মধ্যে ২৬০৪টি বুথ স্পর্শকাতর৷ ১৫১৬টি ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে ৫৩৫টি স্পর্শকাতর৷ শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনার সুশান্তরঞ্জন উপাধ্যায় জানিয়েছেন, ভোটের দিন বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে আটটি ডিভিশনে ভাগ করে ক্লাস্টার মোবাইল পেট্রলিংয়ের মাধ্যমে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে৷তারা নির্দিষ্ট কোনও বুথে থাকবে না৷ প্রয়োজনমতো তাদের ডাকা হবে৷ বরোভিত্তিক এক-একটি আধা-সামরিক গাড়িতে ওয়েব বেসড ক্যামেরা লাগানো হয়েছে৷

বাংলাদেশ সময়: ১২:৪৫:১৯   ৩৪২ বার পঠিত