শুক্রবার, ১৭ এপ্রিল ২০১৫

প্রচারণার সময় বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী গ্রেপ্তার

Home Page » জাতীয় » প্রচারণার সময় বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী গ্রেপ্তার
শুক্রবার, ১৭ এপ্রিল ২০১৫



217.jpgবঙ্গনিউজ ডটকমঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী এ এল এম কাউছার আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মধ্যপাইকপাড়ায় প্রচারণা চালানোর সময় তাকে গ্রেপ্তার করে মিরপুর থানা পুলিশ।কাওছর আহমেদ মিরপুর থানা বিএনপির সহ-সভাপতি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণার অনুমতি দেওয়ার পর এই প্রথম কোনো প্রার্থীকে গ্রেপ্তারের ঘটনা ঘটল।খবরের সত্যতা নিশ্চিত করে মিরপুর মডেল থানার ওসি সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বিএনপি নেতা কাওছার আহমেদের বিরুদ্ধে নাশকতার পাঁচটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’তিনি বলেন, ‘কাওছার আহমদের নামে নাশকতার পাঁচটি মামলা রয়েছে। যেসব মামলার প্রত্যেকটিতেই তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।’তবে, দুপুরে কাওছার আহমেদ ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলমের কাছে তার নেতাকর্মীদের প্রচারণায় সরকারি দলের প্রার্থীর লোকজন বাধা দিচ্ছে বলে লিখিত অভিযোগ দেন।পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার নেতাকর্মীদের নির্বাচনী প্রচারণায় সরকারি দলের প্রার্থীর লোকজন বাধা দিচ্ছে। আমি সে বিষয়ে লিখিত অভিযোগ দিয়ে গেলাম।’কাওছার আহমেদ বলেন, ‘এও শুনেছি, আমাকে আটক করে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে।’রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ দেওয়ার পর তিনি বিকেলে মধ্যপাইকপাড়া এলাকায় প্রচারণায় নামেন। এরপরই তাকে গ্রেপ্তার করা হলো।তাছাড়া নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় কাওছার আহমেদ উল্লেখ করেছেন, তার নামে বর্তমান ও অতীতে কোনো ফোজদারী মামলা নেই।এদিকে, কাওছার আহমেদকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অবিলম্বে তার নিঃর্শত মুক্তি দাবি করেছেন ‘আদর্শ ঢাকা আন্দোলন’র আহবায়ক অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদ ও সদস্য সচিব শওকত মাহমুদ।

বাংলাদেশ সময়: ১:২২:৫৮   ৩১৩ বার পঠিত