বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০১৫
বুধবার থেকে ছাড়া হয়েছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট
Home Page » ক্রিকেট » বুধবার থেকে ছাড়া হয়েছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটবঙ্গনিউজ ডটকমঃ বুধবার থেকে ছাড়া হয়েছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট। টিকিট পাওয়া নিয়ে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে ক্রিকেট ভক্তদের। চাহিদার বিপরীতে টিকিট ছাড়া হয়েছে খুবই কম। ফলে বেশ খানিকটা সময় লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরতে হচ্ছে অধিকাংশকে।
সকালে ছাড়া হবে টিকিট সেই অপেক্ষার শুরু রাত থেকেই। কয়েক হাজার টাইগার ফ্যান লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা।
বাংলাদেশের প্রতি সিরিজের আগের নিয়মিত দৃশ্য এটি। এবারও পাল্টালো না পরিস্থিতি। প্রিয় টাইগারদের খেলা দেখতে চেয়ে ভক্তরা এড়াতে পারছেন না ভোগান্তি।
বুধবার শুধু ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ইউক্যাশ সেবার মাধ্যেমে টিকিট দেয়ার কথা থাকলেও, দর্শকদের চাপে তারা বিলি করেছেন বৃহস্পতিবারের জন্য বরাদ্দ থাকা প্রায় ৩,০০০ ম্যাচ টিকিট। টিকিট শেষ হয়ে যাওয়াতে বিপাকে পড়েছে ব্যাংক। ম্যাচের আগেরদিন ঠিক কি পরিমাণ টিকিট আসবে সেখানে, বা আদোউ আসবে কিনা সেটা নিশ্চিত করে বলতে পারছে না ইউসিবি কর্মকর্তা জহিরুল ইসলাম।
এদিকে, দর্শকদের ভীড় সামলাতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে ইউসিবি ব্যাংকের শাখা গুলোয়। তবে অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন দায়িত্বে থাকা মিরপুর মডেল থানার পরিদর্শক মঈনূল ইসলাম।
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৩,০০০ টাকা।
বাংলাদেশ সময়: ১৭:৪৯:৪৪ ৩২০ বার পঠিত