বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০১৫
চীন-রাশিয়ার প্রভাব বিস্তারে উদ্বেগে আমেরিকা
Home Page » বিশ্ব » চীন-রাশিয়ার প্রভাব বিস্তারে উদ্বেগে আমেরিকাবঙ্গনিউজ ডটকমঃ মার্কিন সামরিক বাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের প্রধান অ্যাডমিরাল স্যামুয়েল লকলিয়ার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দিনে দিনে চীন-রাশিয়ার প্রভাব বিস্তারের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। মার্কিন হাউস আমর্ড সার্ভিসেস কমিটির সামনে কথা বলার সময় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
অ্যাডমিরাল লকলিয়ার বলেন, দক্ষিণ চীন সাগরে বেইজিং দূরপাল্লার রাডার ও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করতে চাইছে। তিনি জানান, ওই অঞ্চলে আরো প্রভাব বৃদ্ধির লক্ষ্যেই এ সব করতে চাইছে চীন।
দক্ষিণ চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জগুলোতে বেইজিং’এর আটটি নিরাপত্তা চৌকি নির্মাণ এবং বিমানক্ষেত্র নির্মাণ তৎপরতার কথা এ সময়ে তুলে ধরেন তিনি।
২০১৩ সালে বেইজিং পূর্ব চীন সাগরের ওপর বিমান প্রতিরক্ষা অঞ্চল ঘোষণার পর থেকে চীন-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে অবনতি ঘটেছে।
এ ছাড়া, ইউক্রেন সংকটকে কেন্দ্র করেও আমেরিকার সঙ্গে রাশিয়ার উত্তেজনা তুঙ্গে রয়েছে। অ্যাডমিরাল লকলিয়ার বলেন, গত কয়েকমাস ধরে আমেরিকার উপকূলের কাছে সামরিক মহড়া বৃদ্ধি করেছে রাশিয়া। এ ছাড়া দক্ষিণপূর্ব এশিয়ায়ও রাশিয়ার উপস্থিতি বেড়েছে।
তিনি জানান, উত্তরাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরের উপকূলে কৌশলগত পরমাণু প্রতিরক্ষা ব্যবস্থা ও ডুবোজাহাজ বহরের উন্নয়ন ঘটাচ্ছে রাশিয়া। এ সব ডুবোজাহাজ আর্কটিক এবং উত্তরপূর্ব এশিয়ায় তৎপরতা চালায়।-আইআরআইবি
বাংলাদেশ সময়: ১৭:৪৫:২৬ ৩৪১ বার পঠিত