চীন-রাশিয়ার প্রভাব বিস্তারে উদ্বেগে আমেরিকা

Home Page » বিশ্ব » চীন-রাশিয়ার প্রভাব বিস্তারে উদ্বেগে আমেরিকা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০১৫



999c538a6270eb7c15bfb67669fac37b_xl.jpgবঙ্গনিউজ ডটকমঃ মার্কিন সামরিক বাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের প্রধান অ্যাডমিরাল স্যামুয়েল লকলিয়ার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দিনে দিনে চীন-রাশিয়ার প্রভাব বিস্তারের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। মার্কিন হাউস আমর্ড সার্ভিসেস কমিটির সামনে কথা বলার সময় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

অ্যাডমিরাল লকলিয়ার বলেন, দক্ষিণ চীন সাগরে বেইজিং দূরপাল্লার রাডার ও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করতে চাইছে। তিনি জানান, ওই অঞ্চলে আরো প্রভাব বৃদ্ধির লক্ষ্যেই এ সব করতে চাইছে চীন।

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জগুলোতে বেইজিং’এর আটটি নিরাপত্তা চৌকি নির্মাণ এবং বিমানক্ষেত্র নির্মাণ তৎপরতার কথা এ সময়ে তুলে ধরেন তিনি।

২০১৩ সালে বেইজিং পূর্ব চীন সাগরের ওপর বিমান প্রতিরক্ষা অঞ্চল ঘোষণার পর থেকে চীন-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে অবনতি ঘটেছে।

এ ছাড়া, ইউক্রেন সংকটকে কেন্দ্র করেও আমেরিকার সঙ্গে রাশিয়ার উত্তেজনা তুঙ্গে রয়েছে। অ্যাডমিরাল লকলিয়ার বলেন, গত কয়েকমাস ধরে আমেরিকার উপকূলের কাছে সামরিক মহড়া বৃদ্ধি করেছে রাশিয়া। এ ছাড়া দক্ষিণপূর্ব এশিয়ায়ও রাশিয়ার উপস্থিতি বেড়েছে।

তিনি জানান, উত্তরাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরের উপকূলে কৌশলগত পরমাণু প্রতিরক্ষা ব্যবস্থা ও ডুবোজাহাজ বহরের উন্নয়ন ঘটাচ্ছে রাশিয়া। এ সব ডুবোজাহাজ আর্কটিক এবং উত্তরপূর্ব এশিয়ায় তৎপরতা চালায়।-আইআরআইবি

বাংলাদেশ সময়: ১৭:৪৫:২৬   ৩৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ