বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০১৫

রাজস্ব আদায়ে ঘাটতি হয়েছে সাড়ে তিন হাজার কোটি টাকা

Home Page » অর্থ ও বানিজ্য » রাজস্ব আদায়ে ঘাটতি হয়েছে সাড়ে তিন হাজার কোটি টাকা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০১৫



next-budget.jpgবঙ্গনিউজ ডটকমঃ সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার ঘটনা বিবেচনা করে আগামী বাজেটে বিনিয়োগের ওপরই সবচেয়ে বেশি জোর দেয়ার কথা জানিয়েছেন অর্থনীতিবিদরা। সেই সাথে রাজস্ব আদায়ে প্রত্যক্ষ করের ওপরও জোর দেয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।

চলতি অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত রাজস্ব আদায়ে ঘাটতি হয়েছে সাড়ে তিন হাজার কোটি টাকা। সাম্প্রতিক হরতাল-অবরোধে সম্পদ নষ্ট ও সেবাখাতে ক্ষতির পরিমান নিয়ে নানা মহল থেকে ভিন্ন ভিন্ন চিত্র দেয়া হচ্ছে। সর্বশেষ বিশ্বব্যাংক বলেছে, তিনমাসে ক্ষতির পরিমাণ ১৭ হাজার কোটি টাকার বেশি। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো জিডিপি প্রবৃদ্ধি ৬ এর কাছাকাছি রাখছেন। এমন বাস্তবতায় আগামী বাজেটে বিনিয়োগের ওপর জোর দেয়ার পরামর্শ তাদের।

তবে, কারো কারো মতে নতুন বাজেটে বিনিয়োগের পাশাপাশি রাজস্ব আদায়ের ক্ষেত্রেও মনোযোগী হতে হবে।

অর্থনীতিবিদরা বলছেন, সরকারের আয় বাড়ছে, অবয়ব বাড়ছে কিন্তু সে অনুযায়ী সক্ষমতা ও দক্ষ জনবল বাড়েনি। এজন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সুশাসনের দিকে নজর দিতে হবে।

বাংলাদেশ সময়: ১৭:৪৩:০৯   ৩৩৭ বার পঠিত