বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০১৫
বাংলাদেশের ওপর ১০ বছর গোয়েন্দাগিরি চালিয়েছে নিউজিরল্যান্ড
Home Page » জাতীয় » বাংলাদেশের ওপর ১০ বছর গোয়েন্দাগিরি চালিয়েছে নিউজিরল্যান্ডবঙ্গনিউজ ডটকমঃ বাংলাদেশের ওপর ২০০৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত গোয়েন্দাগিরি চালিয়েছে নিউজিরল্যান্ড। গোপনে তথ্য সংগ্রহ করে তা যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়েছে। দেশটির সরকারি সংস্থা গভর্নমেন্ট কমিউনিকেশনস সিকিউরিটি ব্যুরো (জিসিএসবি) বাংলাদেশ বিষয়ে তাদের সংগৃহীত তথ্য প্রকাশ করে বিভিন্ন ধাপে। সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে দেশটি। নিউজিল্যান্ড হেরাল্ডে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে নিউজিল্যান্ড প্রকাশ করে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী প্রসঙ্গে নেতিবাচক তথ্য। ’বিচারবহির্ভূত হত্যকাণ্ড’ থেকে শুরু করে ‘জনগণের ওপর হামলার’ মাধ্যমে এসব বাহিনী মানবাধিকার লঙ্ঘন করছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়।
প্রতিবেদনটি জানায়, ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের আহ্বানে ইরাকবিরোধী যুদ্ধজোটে অংশ নিতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। এরপর থেকে বাংলাদেশের ওপর গোপনে নজরদারি চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধের অংশ হিসেবে এ তৎপরতা বলেও উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে। বাংলাদেশ-মিয়ানমারে সন্ত্রাসবাদবিরোধী জোটে অংশগ্রহণের সম্ভাবনা এবং ইসলামি জঙ্গিদের বিষয়ে তথ্য সংগ্রহ করতে এ উদ্যোগ নেওয়া হয় বলেও জানানো হয়।
এই গোয়েন্দা কার্যক্রম পরিচালনায় বাংলাদেশে নিউজিল্যান্ডের নিজস্ব কোনও ভবন ছিল না। যুক্তরাষ্ট্রের সিকিউরিটি ইন্টেলিজ্যান্স এজেন্সি (সিআইএ) এবং ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির(এনএসএ) সহায়তায় বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের কোনও ভবন থেকে এই গোয়েন্দা কার্যক্রম পরিচালিত হতো।
বিভিন্ন ইলেক্ট্রনিক্স ডিভাইস অবলম্বনে গোয়েন্দারা তথ্য সংগ্রহ করতেন। এর মধ্যে ফোনে আড়িপাতা একটি গুরুত্বপূর্ণ উপায় ছিল।
এ প্রসঙ্গে নিউজিল্যান্ডের রাজনৈতিক দল গ্রিন পার্টির নেতা রাসেল নরম্যান বলেন, এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে।
তবে, প্রতিবেদনে বাংলাদেশে আশপাশের অন্যান্য রাষ্ট্রের তুলনায় সন্ত্রাসবাদী কর্মকাণ্ড অনেক কম বলে জানানো হয়। এছাড়া নিউজিল্যান্ডের জন্য বাংলাদেশ ঝুঁকিপূর্ণ নয় বলেও উল্লেখ করা হয়।
- See more at: http://www.bd24live.com/bangla/article/37195/index.html#sthash.csfuEi11.dpuf
বাংলাদেশ সময়: ১৭:২৭:৫০ ৩৪৫ বার পঠিত