বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০১৫
বিষন্নতা রোগের চিকিৎসায় সহায়ক হতে পারে রিস্টব্যান্ড।
Home Page » স্বাস্থ্য ও সেবা » বিষন্নতা রোগের চিকিৎসায় সহায়ক হতে পারে রিস্টব্যান্ড।বঙ্গনিউজ ডটকমঃ বিষন্নতা রোগের চিকিৎসায় সহায়ক হতে পারে রিস্টব্যান্ড। কারণ, হাতে পরা এই ব্রেসলেটের সাহায্যে ব্যক্তির ২৪ ঘন্টার গতিবিধি রেকর্ড করা সম্ভব।বিষন্নতার আরো বেশি কার্যকর চিকিৎসায় এ পদ্ধতি অনেকটাই কাজে আসতে পারে। যুক্তরাষ্টে্র নতুন এক গবেষণায় একথা বলা হয়েছে।
এ গ্যাজেটের সাহায্যে চিকিৎসকরা মারা্ত্মক বিষন্নতায় ভোগা রোগীদেরকে সনাক্ত করার পাশাপাশি প্রোজাকের মত সবচেয়ে ভাল ওষুধ দিয়ে তাদেরকে সারিয়ে তোলার ব্যবস্থাও নিতে পারবেন।জর্জিয়া মেডিকেল কলেজের ডব্লিউ. ভোগ ম্যাককল বলেন, “সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটরস’ বা ‘এসএসআরআইএস’ এখন বিষন্নতা চিকিৎসার ভিত্তিমূল। কিন্তু ফল পাওয়ার চেষ্টায় চিকিৎসকদেরকে অনেক মাস ধরে, ওষুধের বিভিন্ন রকম ডোজ দিয়ে এবং ভিন্ন ভিন্ন এসএসআরআইএস পদ্ধতি ব্যবহার করতে হতে পারে।”
ম্যাককলের মতে, সাধারণ রিস্টব্যান্ড রোগীদের সমস্যা চিহ্নিত করে তাদের কি ধরনের চিকিৎসা প্রয়োজন তা খুঁজে বের করতে সহায়ক হতে পারে। বিশেষ করে যারা ‘নিশাচর’ তাদের ক্ষেত্রে এসএসআরআইএস ভাল সাড়া দেবে বলে মনে করেন তিনি।এই নিশাচর মানুষেরাই বিষন্নতায় ভোগার সম্ভা্বনা বেশি উল্লেখ করে ম্যাককল বলেন, এদের মধ্য থেকে রোগীকে সনাক্ত করা সম্ভব হতে পারে এবং তাদেরকে ওষুধ দিয়ে চিকিৎসা করার প্রয়োজনও পড়তে পারে।
বাংলাদেশ সময়: ১২:২৮:৪৮ ৩৭৬ বার পঠিত