বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০১৫
বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেছেন স্পেন ও সুইডেনের দুই রাষ্ট্রদূত
Home Page » জাতীয় » বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেছেন স্পেন ও সুইডেনের দুই রাষ্ট্রদূতবঙ্গনিউজ ডটকমঃ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় স্পেনের রাষ্ট্রদূত লুইস তেজাদা সাঁকো বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। এরপর রাত সাড়ে ৮টায় দেখা করেন সুইডেনের রাষ্ট্রদূত ইয়োহান ফ্রিসেল।
রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ।সরকারবিরোধী আন্দোলনের মধ্যে তিন মাস গুলশান কার্যালয়ে অবস্থানের পর গত ৫ এপ্রিল বিএনপি চেয়ারপারসন নিজের বাসা ‘ফিরোজা‘য় ফিরে যান।এরপর তার বাসায় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন ও জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা আলাদাভাবে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেন।
বাংলাদেশ সময়: ১২:১৫:৪৩ ৩০৬ বার পঠিত